ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৫ বছরে সবচেয়ে বাজে শুরু বার্সিলোনার

প্রকাশিত: ১০:৪০, ২৩ সেপ্টেম্বর ২০১৯

 ২৫ বছরে সবচেয়ে বাজে শুরু বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ এরচেয়ে হতাশার আর কি হতে পারে। দীর্ঘ ২৫ বছরের মধ্যে স্প্যানিশ লা লিগায় সবচেয়ে বাজেভাবে মৌসুম শুরুর রেকর্ড গড়েছে বার্সিলোনা। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক গ্রানাডার কাছে ২-০ গোলে হেরে অগৌরবের এ রেকর্ড গড়েছে। অর্থাৎ ১৯৯৪ সালের পর নতুন মৌসুমে বার্সার সবচেয়ে বাজে শুরু এটাই। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচের মধ্য দিয়ে নতুন মৌসুমে চোট কাটিয়ে প্রথমবারের মতো মাঠে নামেন লিওনেল মেসি। কিন্তু বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে বলার মতো কিছুই করতে পারেননি। বার্সাও গোলশূন্য ড্র করে। গ্রানাডার বিরুদ্ধেও মেসি কিছুই করতে পারেননি। ৪৫ মিনিটে বদলি হিসেবে নেমেও দলকে হার থেকে রক্ষা করতে পারেননি পাঁচবারের ফিফা সেরা তারকা। মেসি-গ্রিজম্যানদের হারিয়ে ২০১৯-২০ মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গ্রানাডা। পাঁচ ম্যাচে তাদের ভান্ডারে জমা সর্বোচ্চ ১০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে দুইয়ে সেভিয়া। মাত্র ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে কাতালানরা। লা লিগায় প্রতি জয়ে ৩ পয়েন্ট শুরু হওয়ার পর থেকে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ শেষে এবারই সবচেয়ে বাজে শুরু করেছে বার্সিলোনা। লীগে পাঁচ ম্যাচ শেষে তাদের ফলাফল দুই জয়, দুই হার ও এক ড্র। গ্রানাডার বিরুদ্ধে পুরো ম্যাচে ছন্দহীন ছিল কাতালানরা। শুরুতেই পিছিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি তারা। অথচ শেষ ২০ বারের দেখায় গ্রানাডার বিরুদ্ধে ১৯ বারই জিতেছে বার্সা। ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পায় স্বাগতিক গ্রানাডা। গোললাইনের ওপর থেকে হেডে গোলটি করেন মিডফিল্ডার র‌্যামন আজিজ। এক গোল খেয়ে পিছিয়ে থাকা বার্সাকে উদ্ধার করতে বিরতির পর কার্লোস পেরেস ও ডিফেন্ডার ফিরপোকে তুলে দুই ফরোয়ার্ড মেসি ও আনসু ফাতিকে নামান দলটির কোচ আর্নেস্টো ভালভার্ডে। তাতে কোন লাভ হয়নি। উল্টো ম্যাচের ৬৬ মিনিটে আরেকটা গোল খেয়ে বসে বার্সা। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন কিছুক্ষণ আগেই বদলি নামা উইঙ্গার আলভারো ভাডিলো। ডি বক্সে আর্টুরো ভিদারের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, অবশ্যই আমি চিন্তিত। কারণ আমরা ভাল করতে পারছি না। দুই থেকে তিনটি ম্যাচে এমন হলে বুঝতে হবে আমরা মোটেই ভাল ফুটবল খেলছি না। বার্সা বস আরও বলেন, দিনের শেষে সবকিছুর দায়ভার বর্তায় কোচের ওপরই। আমিও এর ব্যতিক্রম নই। আমি সবসময়ই বিশ্বাস করি একটি দল জেতার পাশাপাশি হারতেও পারে। কিন্তু হারের মধ্যে পার্থক্য আছে। এভাবে হারাটা মোটেও কাম্য নয়। এদিকে এ্যাটলেটিকো মাদ্রিদের সুযোগ ছিল পয়েন্ট টবিলের শীর্ষে উঠার। গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগে জুভেন্টাসের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করা আত্মবিশ্বাসী দলটি নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে তেমন কোন সুযোগই সৃষ্টি করতে পারেনি। অতিথি সেল্টা ভিগোর সঙ্গে গোলশূন্য ড্র করে দিয়াগো সিমিওনের দল। অথচ লীগে নিজেদের প্রথম তিনটি ম্যাচে জয় পেয়েছিল তারা। কিন্তু গত দুই ম্যাচে ব্যর্থতার স্বাক্ষর রাখছে। গত সপ্তাহে সোসিয়েদাদের কাছে হারের পর ড্র করতে হয়েছে এ্যাটলেটিকোকে।
×