ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উড়ছেন বেয়ার্নের লেভানডোস্কি

প্রকাশিত: ১০:৪২, ২৩ সেপ্টেম্বর ২০১৯

 উড়ছেন বেয়ার্নের লেভানডোস্কি

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় একক রাজত্ব চলছে বেয়ার্ন মিউনিখের। লীগে টানা ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেয়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের দাপট কোথায় গিয়ে থামে সেই উত্তর এখন সময়ের হাতে। এই মুহূর্তে বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শনিবার নিজেদের মাঠে এফসি কোলনকে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে আসে নিকো কোভাচের দল। এই ম্যাচে বেয়ার্ন মিউনিখ ৪-০ গোলে পরাজিত করে কোলনকে। এই ম্যাচেও জোড়া গোল করেন রবার্ট লেভানডোস্কি। বেয়ার্নের জার্সিতে বাকি দুটি গোল করেন ফিলিপে কুটিনহো এবং ইভান প্যারেসিচ। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই বেয়ার্নকে প্রথম এগিয়ে দেন লেভানডোস্কি। পোলিশ স্ট্রাইকারের করা গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক বেয়ার্ন। দ্বিতীয়ার্ধেও গোল উৎসবের শুরু করেন লেভানডোস্কি। ৪৮ মিনিটে স্বাগতিকদের গোল ব্যবধান দ্বিগুণ করেন সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে কোলনের ইহিজিবুই লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কোলন। সেই সুযোগটা কাজে লাগিয়েই প্রতিপক্ষের জালে আরও দুটি গোল জড়ায় স্বাগতিকরা। ৬২ মিনিটে পেনাল্টিতে গোল করেন বেয়ার্নের ব্রাজিলিয়ান তারকা কুটিনহো। ৭৩ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রোয়েশিয়ান তারকা ইভান প্যারিসিচ। ম্যাচের পরের সময়টাতে আর গোল নাহলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
×