ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা ৯ ঘন্টার আন্দোলনে ইবি প্রক্টরের অব্যাহতি

প্রকাশিত: ২৩:১৯, ২৩ সেপ্টেম্বর ২০১৯

টানা ৯ ঘন্টার আন্দোলনে ইবি প্রক্টরের অব্যাহতি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে যোগ দানের ৩১ ঘন্টার মধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের টানা ৯ ঘন্টার আন্দোলনের পার তাঁকে প্রক্টরের পদ থেকে অব্যহতি দিয়েছে প্রশাসন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণকে অতিরিক্তি দায়িত্ব হিসেবে প্রক্টরের দায়িত্ব প্রদান করা হয়েছে। রবিবার রাতে বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা যায়, ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. মাহবুবর রহমান তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের দিনেই তাকে অব্যহতির জন্য প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। বেধে দেয়া ২৪ ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরও প্রক্টরের পদে পরিবর্তন না হওয়ায় রবিবারে দুপুর ১ টা থেকে আন্দোলনে নামেন তারা। পরে দুপুর ১ টা ৪৫ মিটিটের দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে আবরোধ করে। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে প্রধান ফটাকের আবরোধ তুলে নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় নেতা-কর্মীরা। এসময় বিশি^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ড. মাহবুববর রহমানসহ বেশ কয়েকেজন শিক্ষক ভিসি কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পরেন। এদিকে আন্দোলনকরীদের সাথে কয়েক দফা আলোচনা করে বিশ^বিদ্যালয় প্রশাসন। টানা ৯ ঘন্টার আন্দোলনের পর রাত ১০ টার দিকে প্রশাসান তাদের এ আন্দোলন মেনে নিয়ে অধ্যাপক ড. মাহবুববর রহমানকে প্রক্টর পদ থেকে অব্যহতি প্রদান করে প্রশাসন। একই সাথে ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টরের দায়িত্ব প্রদান করা হয়। উল্লেখ্য, শনিবার সকাল ১০ টার দিকে অধ্যপক ড. মাহবুবর রহমান তৃতীয় মেয়াদে প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন।
×