ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, তিন জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০১৯

সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, তিন জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জের তাহিরপুর উজেলার শিমুলতলা গ্রামের তরিব উল্লা হত্যা মামলায় এক জনের মৃত্যুদ- ও তিন জনের যাবজ্জীবন দন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেশ। মৃত্যুদ-প্রাপ্ত আসামি আব্দুন নূর(৪০) শিমুলতলা গ্রামের গুলে ফরমুজের ছেলে। তাকে আরো ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। ওই মামলায় আরো তিন জনের যাবজ্জীবন করাদন্ডের আদেশ নিয়েছেন আদালত। তারা হলেন, শিমুলতলা গ্রামের আক্রম আলীর ছেল হাবিবুর রহমান(৪৫), আব্দুল মান্নানের ছেলে ইদ্রিছ মিয়া(৪৭), গুলে ফরমুজের ছেলে শাহানূর মিয়া (৪০। যাবজ্জীবন দ-প্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদ-াদেশ দিয়েছেন আদালত। অদালত সূত্রে জানায় যায়, ২০১৬ সালের ২১ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামে দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে তরিব উল্লার বাড়িতে হামলা চালায় আসামিরা। এ সময় তরিব উল্লার স্বজনরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তরিব উল্লাহ-সহ কয়েকজন আহত হন। গুরুতর আহত তরিব উল্লাহ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় ২২ এপ্রিল দেলোয়ার হোসেন তাহিরপুর থানায় মামলা দায়ের করেন ৬ জনকে আসমি করে হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে বজলুর রহমান ও তানজু মিয়া বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত। সুনামগঞ্জ জজ আদালতের পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন এই তথ্য নিশ্চিত করেছেন।
×