ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালের নবজাগরণ ক্লাবে অভিযান, গ্রেফতার ৫

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯

বরিশালের নবজাগরণ ক্লাবে অভিযান, গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নাজিরের পুল এলাকার নবজাগরণ সংঘ ক্লাবে সোমবার দুপুরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা, জুয়া খেলার সরঞ্জামাদিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-ওই এলাকার বাসিন্দা মোঃ নুরুজ্জামান, মানিক হাওলাদার, সুলতান হাওলাদার, হারুন-অর রশিদ ও পরীক্ষিত। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নবজাগরন সংঘ নামের ওই ক্লাবে অভিযান চালায়। এসময় সেখান থেকে এক কেজি গাঁজা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, এরপূর্বে রবিবার দিবাগত রাত দশটার দিকে নগরীর নুরিয়া স্কুলের দ্বিতীয় তলার একটি শ্রেনি কক্ষে অভিযান চালিয়ে নয় জুয়ারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, যুবলীগ নেতা সোয়েব আহমেদ সেজান, আরিফ সরদার, ইকবাল, মোঃ শামীম, সাদেক সরদার, এনাম মাহমুদ রাকিব, জিয়াউদ্দিন তিতাস, বিপ্লব ও সুমন খান। থানার এসআই বশির আহমেদ জানান, দীর্ঘদিন থেকে নুরিয়া স্কুলের একটি শ্রেণি কক্ষ দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিলো স্থানীয় একদল যুবক। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নাজিরের পুল এলাকার নবজাগরণ সংঘ ক্লাবটি ২০০১ সালের দিকে বরিশাল মহানগর বিএনপি নেতা সৈয়দ আকবর হোসেনের নিয়ন্ত্রণে ছিলো। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর ক্লাবটি নিয়ন্ত্রণ করেন প্রভাবশালী যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোকন। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর কালুশাহ সড়কে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ রহিম সেবা সংঘ নামের ক্লাবে জুয়ার আসর বসিয়ে রমরমা বাণিজ্য করছেন প্রভাবশালী আরেক যুবলীগ নেতা। সম্প্রতি সময়ে ওই ক্লাবে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছিলো। এছাড়াও নগরীর আরও কয়েকটি ক্লাবের অন্তরালে প্রতিদিন চলছে রমরমা জুয়া ও মাদক বাণিজ্য।
×