ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে পদ্মায় ডুবে শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ০৭:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১৯

দৌলতপুরে পদ্মায় ডুবে শ্রমিক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শাকিল আহমেদ (১৮) নামে এক নির্মান শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলা ভাগজোত পয়েন্টে তাকে বহনকারী ডিঙ্গা ডুবে সে পানিতে তলিয়ে যায়। সে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের ওয়াদ ফকিরের ছেলে। এলাকাবাসী জানায়, সোমবার সকালে শাকিল কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে পদ্মা নদী দিয়ে ডিঙ্গায় চড়ে ভাগজোত এলাকায় যাচ্ছিলেন। পদ্মার ভাগজোত পয়েন্টের নিকট পৌছালে পানির প্রবল ঢেউয়ে তাদের বহনকারী ডিঙ্গাটি ডুবে যায়। ডিঙ্গায় আরো দু’জন শ্রমিক ছিলেন। ওই দু’জন শ্রমিক সাতরিয়ে নদীর পাড়ে উঠলেও শাকিল পানির প্রবল শ্রোতে তলিয়ে যায়। স্থানীয় ভাবে তার সন্ধান চালিয়েও পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সাথে নিয়ে তারা শাকিলকে উদ্ধারে নদীতে নামে। শাকিলকে উদ্ধারে ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তবে সোমবার বিকেল পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, শাকিলকে উদ্ধারে ফায়ার সার্ভিস দলের সাথে পুলিশের একটি টিম সেখানে রয়েছে। নিখোঁজ শাকিলকে উদ্ধারের চেষ্টা চলছে।
×