ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আফগানিস্তান শিরোপা লড়াই আজ

প্রকাশিত: ১০:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ-আফগানিস্তান শিরোপা লড়াই আজ

মোঃ মামুন রশীদ ॥ এর আগে বহুজাতিক কোন টুর্নামেন্টের ফাইনালে এমন সহজতর প্রতিপক্ষ পায়নি বাংলাদেশ। টি২০ ক্রিকেটে অনেকখানিই এগিয়ে থাকলেও আজ ফাইনালে আফগানিস্তান দলকে নাগালের মধ্যেই রয়েছে এমনটা ভাবতেই পারে সাকিব আল হাসানের দল। কারণ, ফাইনালের আগে হওয়া ম্যাচে আফগানদের হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে কিংবা টি২০ দুই ফরমেটেই বাংলাদেশকে আগে ফাইনাল খেলতে হয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে। সবমিলিয়ে দুই ফরমেটে ৭ ফাইনালের একটিতে জয় গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে। এবার টি২০ ফরমেটে মাত্র তৃতীয় ফাইনালে সাকিবের নেতৃত্বে আজ আফগানিস্তানের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হতে যাওয়া ফাইনালে জিততে আত্মবিশ্বাসী উভয় দলই। আজ সাকিবের দ্বিতীয় সুযোগ অধিনায়ক হিসেবে বাংলাদেশকে শিরোপা পাইয়ে দেয়ার। গত বছর মার্চে তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নিদাহাস ট্রফি টি২০ ফাইনালে ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েও জেতাতে পারেননি। মাত্র দেড় বছরের ব্যবধানে আরেকটি সুযোগ পেয়েছেন সে তুলনায় সহজতর প্রতিপক্ষের বিরুদ্ধে। ২০১২ সালের ওয়ানডে এশিয়া কাপে সিরিজসেরা নৈপুণ্য দেখিয়েও ফাইনালে পাকিস্তানের কাছে হার দেখেছেন তিনি। মাশরাফির নেতৃত্বে ২০১৬ সালের টি২০ এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে, ২০১৮ সালে দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে এবং একই বছর সেপ্টেম্বরে ওয়ানডে এশিয়া কাপের ফাইনালে (ফাইনালে সাকিব খেলেননি) ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এর মাঝে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাশরাফির নেতৃত্বেও সাকিব শিরোপার স্বাদ নিতে পারেননি। সেই আসরে অবশ্য ফাইনাল ছিল না। তবে মাশরাফিই শেষ পর্যন্ত বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দিয়েছেন এ বছর বিশ্বকাপের আগে মে মাসে আয়ারল্যান্ডে হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ফাইনালে অবশ্য খেলেননি সাকিব। তবে টি২০ সিরিজে এখন পর্যন্ত শিরোপা আসেনি, দেশের মাটিতেও আসেনি। দুই ব্যর্থতাই কাটানোর সুযোগ সাকিবের। তবে তার এই সুযোগ নেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে প্রকৃতি। আবহাওয়া রিপোর্ট বলছে আজ সন্ধ্যা ৬টা থেকেই বৃষ্টি হতে পারে। বৃষ্টি যখনই থামুক কিংবা না হোক ম্যাচের পুরোটা সময়ই থাকবে আকাশ কালো মেঘে ঢাকা। প্রতিপক্ষ আফগানিস্তানের ব্যাটসম্যানরা দেখিয়েছে বাংলাদেশী স্পিনারদের সামলাতে তাদের বাড়তি কোন কসরত করতে হয় না। বরং পেসারদের বিপক্ষে তারা তুলনামূলকভাবে দুর্বলতর। বাংলাদেশের পেসাররাও চলতি সিরিজে নিয়মিত সাফল্য তুলে এনে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন। সেজন্যই চট্টগ্রামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে চার পেসার নিয়ে একাদশ সাজানোর একটি ফর্মূলা তৈরি করা হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য একজন বাড়তি ব্যাটসম্যান নিতে গিয়ে তা করা হয়নি। তবে মিরপুরে আজ ফাইনালে তেমনটা দেখা যেতে পারে। দীর্ঘদিন পর সুযোগ পেতে পারেন রুবেল হোসেন। তিনি যোগ দেবেন ধারাবাহিকভাবে সফল হওয়া মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে। এমনটা ভাবার কারণ সোমবার ফাইনালের আগে উইকেটে ঘাসের উপস্থিতি। মিরপুরের উইকেট স্পিন নির্ভর হলেও উইকেটে ঘাস থাকলে তা পেসারদের জন্য সহায়ক ভূমিকাতেই অবতীর্ণ হবে। আর যদি ভাবনার বিপরীত আচরণ করেও মিরপুরের উইকেট সেক্ষেত্রে চার পেসার নিয়ে একাদশ গড়লে সমস্যায় পড়বে না বাংলাদেশ দল। কারণ, স্পিন বিভাগ সামাল দেয়ার জন্য সাকিব নিজেত আছেনই। তার সঙ্গে আগের ম্যাচে বিস্ময়কর সাফল্য পাওয়া আফিফ হোসেন ধ্রুবর অফস্পিন ছাড়াও বাংলাদেশ পাবে অনিয়মিত দুই অফস্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। লেগস্পিনে সাফল্য পেয়েছেন তরুণ আমিনুল ইসলাম বিপ্লব তার অভিষেকেই। কিন্তু বাঁ হাতের ইনজুরিতে সেলাই পড়েছে তার তিনটি। আজ সেলাই খোলা হলেও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সংবাদ সম্মেলনে সোমবার প্রায় নিশ্চিত করেই দিয়েছেন এ তরুণের খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ ডোমিঙ্গো শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়েই একাদশ গড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে ওপেনিংয়ে ব্যর্থ নাজমুল হোসেন শান্তর জায়গায় আজ অভিষেক হতে পারে বাঁহাতি তরুণ ওপেনার মোহাম্মদ নাইম শেখের। আর সাব্বির একাদশের বাইরে চলে যেতে পারেন। শান্ত খেলতে পারেন মিডলঅর্ডারে। চার পেসার দলে আসলে অবশ্য তিনিও সাইডবেঞ্চে কাটাবেন। ফাইনালে আজ বাংলাদেশের একাদশ হতে পারেÑ লিটন, নাইম, সাকিব, মুশফিক, রিয়াদ, আফিফ, মোসাদ্দেক, সাইফউদ্দিন, শফিউল, রুবেল/শান্ত ও মুস্তাফিজ। এ বিষয়ে ডোমিঙ্গো বলেছেন, ‘ঘাস আছে উইকেটে। এমনটা হলে চার পেসার খেলানোই ভাল উপায় হতে পারে। তবে শেষ মুহূর্তে উইকেট দেখে সিদ্ধান্ত হবে। আমরা নিজেদের সেরা খেলা উপহার দিতে পারলে যে কোন দলকেই হারাতে পারি।’ বাংলাদেশ দলে বোলিংয়ের চেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিংয়ে। আফগান স্পিনারদের বিপক্ষে একেবারেই অসহায় টপঅর্ডারের ব্যর্থতাই ডুবিয়েছে বারবার। গত ম্যাচে সাকিব সেই ব্যর্থতা ঘুচিয়ে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে আফগান ‘জুজু’ কাটিয়েছেন। স্পিনত্রয়ী রশীদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবিদের বিপক্ষে আরেকবার ‘জিউজিৎসু’ হয়ে ওঠা সেই গোলকধাঁধার প্যাঁচ ছাড়িয়ে জেতার জন্য ডোমিঙ্গোর ফমূর্লা ১৫ ওভারে ২ উইকেটের বেশি না হারানো। তবে মিরপুরে টানা দুই ম্যাচ জেতা আফগানরা একই ভেন্যুতে ফাইনাল হওয়াতে আত্মবিশ্বাসী। ফাইনালের আগে টানা দুই ম্যাচ হারলেও অধিনায়ক রশীদের দাবি বিশ্বের যে কোন দলকে নিজেদের মৌলিক ও স্বভাবজাত পারফর্মেন্সে হারানোর ক্ষমতা আছে তাদের।
×