ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন চলচ্চিত্রে পপি

প্রকাশিত: ১১:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৯

নতুন চলচ্চিত্রে পপি

সংস্কৃতি ডেস্ক ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি তার চলচ্চিত্রে পথ চলার দুই দশকে বেশকিছু চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন। যার মধ্যে ‘বস্তির রানী সূরিয়া’, ‘মেঘের কোলে রোদ’, ‘গার্মেন্টস কন্যা’ বিশেষত উল্লেখযোগ্য। পপি অভিনীত অনেক চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পেয়েছে। মূল ভূমিকায় অভিনয় করা এসব চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। আবারও পপি একটি নতুন চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। চলচ্চিত্রের নাম ‘ইয়েস ম্যাডাম’। এটি নির্মাণ করবেন রকিবুল আলম রকিব। চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। অনেকটা পূর্ব পরিকল্পনা ছাড়াই পরিচালক রকিবুল আলম রকিব তার নতুন চলচ্চিত্রে পপিকে চুক্তিবদ্ধ করেন। চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে সাদিকা পারভীন পপি বলেন, এবারের জন্মদিনে আমার অন্যতম উপহার হিসেবে জন্মদিনের দিন বিকেলে ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। জন্মদিনের অনেক বড় উপহার ছিল এটি। চলচ্চিত্রের গল্প আমাকে কেন্দ্র করেই। তবে আমি মূলত গল্প শুনেই চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী হয়েছি। শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান আঙ্কেলের একটি কথা আমার খুব ভাল লেগেছে। তিনি বলেছেন, আমার কাছে চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব আসলেই আমি কাজ করি না। আমি গল্প শুনে বুঝে শুনে কাজ করি। সত্যিই তাই, প্রতিনিয়তই অনেক চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব আসে। কিন্তু আমি একটু বুঝে শুনেই কাজ করার চেষ্টা করি। ‘ইয়েস ম্যাডাম’ও তাই বুঝে শুনেই চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি আমার অন্যান্য ব্যবসা সফল চলচ্চিত্রের মতোই এই সিনেমাও একটি অন্যতম চলচ্চিত্র হবে। এদিকে জন্মদিনের পর কিছুটা সময় পপি পুণ্যভূমি সিলেটে কাটিয়ে এসে গতকাল ঢাকায় ফিরেছেন তিনি। আগামী ১৮ অক্টোবর শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এবং করলেও কোন প্যানেল থেকে নির্বাচন করবেন সে বিষয়েও এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পপি। গেল কোরবানির ঈদে বিটিভিতে ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেও পপি বেশ প্রশংসিত হয়েছে। তিনি জানান, এরই মধ্যে কয়েকটি স্যাটেলাইট চ্যানেল থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পপির উপস্থাপনাকে ঘিরে ভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা করছে চ্যানেলগুলো। যদি ভিন্ন ধরনের এবং মানসম্পন্ন অনুষ্ঠান হয় তাহলেই পপি উপস্থাপনা করবেন। গৎবাঁধা অনুষ্ঠান হলে উপস্থাপনাতেও আর আগ্রহী নন তিনি। এদিকে পপি শেষ করেছেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। অভিনয় করে প্রশংসিত হয়েছেন অনন্য মামুনের ওয়েবসিরিজ ‘ইন্দুবালা’, তৌহিদ মিতুলের ‘গার্ডেন গেম’-এ। এর আগে রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘শ্রেষ্ঠ সন্তান’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয় করেও প্রশংসিত হয়েছিলেন পপি।
×