ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে কোন উইকেটে জিততে আত্মবিশ্বাসী রশীদ

প্রকাশিত: ১২:০৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯

যে কোন উইকেটে জিততে আত্মবিশ্বাসী রশীদ

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ত্রিদেশীয় টি২০ সিরিজের প্রাথমিক পর্বে দুই ধরনের অভিজ্ঞতাই হয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের। টানা দুই ম্যাচ হারের পর আবার টানা দুই হার। তবে ফাইনাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়াতে আত্মবিশ্বাস একেবারেই অটুট আছে আফগানিস্তানের। কারণ, এখানেই টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে তারা এবং মিরপুরের উইকেট সবসময় স্পিনারদের পক্ষে। তবে উইকেট নিয়ে এত কিছু ভাবছেন না আফগান অধিনায়ক রশীদ। তিনি মনে করেন যে কোন ধরনের উইকেটে বিশ্বের যে কোন দলকে হারাতে সক্ষম তারা। কারণ, গত ৩/৪ বছরে আফগানিস্তান দল যেভাবে টি২০ খেলেছে তাতে করে নিজেদের স্বাভাবিক খেলাটা উপহার দিতে পারলেই সাফল্য আসবে। দলের অন্যতম স্পিন স্তম্ভ হওয়ায় হ্যামস্ট্রিং ইনজুরি সমস্যার পরও লেগস্পিনার রশীদ দাবি করেছেন ১০ ভাগ ফিট থাকলেও খেলতে চান তিনি। সোমবার বিকেলে অনুশীলনে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রশীদ। আফগানদের মূল শক্তি স্পিন বোলিং। আর সেই বিভাগের পুরোধা অধিনায়ক রশীদ নিজেই। আর এই সিরিজে তরুণ অফস্পিনার মুজিব উর রহমান তো দারুণ সাফল্য পেয়েছেন বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে। সেই বাংলাদেশের বিপক্ষে স্পিনবান্ধব মিরপুরে ফাইনাল আজ। এ বিষয়ে রশীদ বলেন, ‘আমরা টানা দুই ম্যাচ চট্টগ্রামে হেরেছি এবং এখন আমরা ঢাকায় এসেছি যেখানে আমরা আগে দুই খেলায় জিতেছিলাম। যেমনটা বলেছি যে আমাদের শুধু নিজেদের খেলাটা উপভোগ করতে হবে। চট্টগ্রামে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ফাইনালে নিজেদের সেরা দলটাই খেলাব আমরা। আমরা যে কোন ধরনের উইকেটে খেলতে প্রস্তুত। এটা টার্নিং হোক কিংবা ফ্ল্যাট। সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে আমরা কিভাবে নিজেদের মানিয়ে নিয়ে পারফর্ম করতে পারছি। আর এ বিষয়টার দিকেই আমরা মনোযোগ দিচ্ছি।’ রশীদের কথাতেই স্পষ্ট তারা স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে নামার আগে কোন ধরনের চাপেই নেই। তবে রশীদ নিজে আছেন হ্যামস্ট্রিং ইনজুরি সমস্যায়। তার খেলা নিয়ে আছে সংশয়। রশিদ এ বিষয়ে বলেন, ‘যখন দেশের ব্যাপার হয়ে ওঠে, নাগালের মধ্যে না থাকলেও আমরা নিজেদের সমর্পণ করতে পারি। আমার যদি ১০ ভাগ সুযোগ থাকে খেলার, অবশ্যই তা আমি করব। কারণ আমি নিজের দেশকে ভালবাসি এবং আমার দেশটি জিততে চায়। নিজস্ব বিষয়ের চেয়ে এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। কি ঘটে আমরা দেখব এবং আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমাদের বিকল্পও আছে। আমাদের মুজিব, নবি ও বাঁহাতি স্পিনার এবং ভাল অলরাউন্ডার শরাফ আছে। আমার মনে হয় না কিছু হবে (সমস্যা)।’ টি২০ ক্রিকেটে দারুণ সাফল্য পাওয়ার পেছনে অনেক কারণ আছে আফগানদের। নিজেদের মাঠ সেভাবে না থাকা, সুযোগ-সুবিধার অপ্রতুলতার পরেও শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত মেধা নিয়েই তরুণরা আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়িয়ে যাচ্ছেন। আর এই স্বভাবজাত ক্রিকেট মেধা দিয়েই আজ ফাইনালেও সাফল্য আনতে চান রশিদ। তিনি বলেন, ‘প্রকৃতি প্রদত্ত মেধা আছে এখানে যা আমার মনে হয় অধিকাংশ দেশেরই নেই। আমাদের যথেষ্ট সুযোগ-সুবিধা নেই, আমাদের মাঠও নেই সেখানে (আফগানিস্তানে)। কিন্তু প্রকৃতি প্রদত্ত মেধাগুলো বেরিয়ে আসছে। ব্যাটিংয়ের দিক থেকে, বোলিংয়ের দিক থেকে কিংবা ফিল্ডিংয়ে তারা (বর্তমান দল) স্বভাবজাত খেলাটাই খেলছে।’ সেজন্যই মনোবলে কখনও ঘাটতি তৈরি হয় না। আর টি২০ ক্রিকেট পেলেই যেন আফগানরা আরও দুর্ধর্ষ হয়ে ওঠে। রশীদ বলেন, ‘আমি মনেও করি না যে মনোবল নষ্ট হয়েছে টানা দুই হারে। আমাদের নিজেদের মৌলিক কাজগুলোর ঠিকঠাক রাখতে হবে। আর সেটা আমরা প্রথম দুই খেলাতে বেশ ইতিবাচকভাবেই করেছি। সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে আমরা এখন ফাইনালে। পূর্ববর্তী পরাজয় কিংবা জয় কখনোই কোন ব্যাপার হয়ে দাঁড়ায় না। আমরা যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি বিশ্বের যেকোন দলকেই হারাতে পারি। আমার মনে হয় আমাদের সেই দল এবং মেধা আছে। আমাদের শুধু সস্থির থেকে পারফর্ম করতে হবে।’
×