ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেনজেমার গোলে স্বস্তির জয় রিয়ালের

প্রকাশিত: ১২:০৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯

বেনজেমার গোলে স্বস্তির জয় রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় কোন রকমে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ফরাসী ফরোয়ার্ড করিম বেনজেমা। এই জয়েও পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারেনি রিয়াল। কারণ আলাভেসকে ২-০ গোলে হারিয়ে স্থানটি দখল করেছে এ্যাথলেটিক বিলবাও। রিয়াল ও বিলবাও দুই দলেরই পাঁচ ম্যাচ শেষে ১১ পয়েন্ট করে ভা-ারে। কিন্তু গোলগড়ে বিলবাও এক ও রিয়াল দুইয়ে অবস্থান করছে। ১০ পয়েন্ট নিয়ে সেভিয়া নেমে গেছে পাঁচ নম্বরে। মাত্র ৭ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। শনিবার গ্রানাডার কাছে ২-০ গোলে হার মানে কাতালানরা। এই জয়ে প্যারিস সেইন্ট-জার্মেইনের কাছে চ্যাম্পিয়ন্স লীগে ৩-০ গোলে হারের হতাশা থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রিয়াল। সেভিয়ার মাঠ র‌্যামন সানচেজ পিজুয়ানে ম্যাচের ৬৪ মিনিটে কারভাহালের কাছ থেকে বল পেয়েছে জয়সূচক গোলটি করেন বেনজেমা। এর ফলে এবারের মৌসুমে পাঁচ ম্যাচে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে সেভিয়া। দলটির নতুন কোচ জুলেন লোপেতেগুই ১১ মাস আগে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হয়েছিলেন। গ্যালাক্টিকোদের দায়িত্ব নিতে ২০১৮ বিশ্বকাপে স্পেনের পদ হারিয়েছিলেন তিনি। যদিও মাত্র ১৩৯ দিন রিয়ালের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন লোপেতেগুই। ম্যাচের আগে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, প্রতিশোধ নেয়ার কোন ইচ্ছাই তার নেই। রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে জয়ের আশা করাটাও কঠিন। তবে জয়টা অবশ্যই দলকে স্বস্তি এনে দেবে। ম্যাচের প্রথমার্ধ খুব একটা ভাল কাটেনি রিয়লের। কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হয়। এর মধ্যে ইডেন হ্যাজার্ডের সঙ্গে বোঝাপড়ায় বেনজেমা প্রথম সুযোগ নষ্ট করেন। শুধুমাত্র গোলরক্ষক টমাস ভাক্লিককে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। এরপর ডানি কারভাহালের শট ভাক্লিক ডান পায়ের সাহায্যে আটকে দেন। বিরতির ঠিক পরপরই গ্যারেথ বেলের দারুণ ক্রস জেমস রড্রিগুয়েজ কাজে লাগাতে ব্যর্থ হন। অবশেষে ৬৪ মিনিটে কারভাহালের ক্রস থকে বেনজেমা নিখুঁত হেডে স্বস্তির গোল করেন। মৌসুমে এটি ফরাসী তারকার পঞ্চম গোল। পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লীগে বাজে হারে বেশ চাপে ছিলেন রিয়াল কোচ জিদান। লা লিগার শুরুটাও ভাল হয়নি। ট্রান্সফার মার্কেটেও জিদান নিজের দক্ষতার পরিচয় দিতে পারেননি। সব মিলিয়ে অনেকেই জিদানের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখছেন। তবে সেভিয়ার বিরুদ্ধে জয় কিছুটা হলেও তাকে চাপমুক্ত করেছে। ম্যাচ শেষে জিদান বলেন, সবাই যে অনেক প্রশ্ন তুলছে এতে আমি দারুণ খুশি। কিন্তু আমরা এসব নিয়ে খুব বেশি চিন্তা করতে চাই না। কঠিন একটি স্টেডিয়ামে আমরা পুরো ৯০ মিনিট ম্যাচ ধরে রেখেছিলাম। এজন্য আমি সব খেলোয়াড়কে ধন্যবাদ জানাতে চাই। বিশ্বকাপজয়ী ফরাসী গ্রেট আরও বলেন, আমরা বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু খেলোয়াড়রা সাধ্যমতো চেষ্টা করে চলেছে। আশা করছি আমরা আরও ভাল করতে পারব। শিষ্যদের প্রশংসা করে জিদান বলেন, রড্রিগুয়েজ, বেলরা দারুণ খেলছে। বেনজেমাও দায়িত্ব পালন করছে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।
×