ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোমান সানাকে সংবর্ধনা

প্রকাশিত: ১২:০৭, ২৪ সেপ্টেম্বর ২০১৯

রোমান সানাকে সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আনসারের তীরন্দাজ রোমান সানা এখন বাংলাদেশের সেরা তারকা ক্রীড়াবিদ। গত ১৩ সেপ্টেম্বর ফিলিপিন্সের মাটিতে এশিয়া কাপ ওয়ার্ল্ড আরচারি স্টেজ-৩ এ রিকার্ভ পুরুষ এককের ফাইনালে স্বর্ণপদক লাভ করায় (এছাড়াও ১টি রৌপ্য ও ১টি তাম্রপদকও লাভ করেন তিনি) ১৭ সেপ্টেম্বর রোমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ডেকে শুভেচ্ছা জানানোর পাশপাশি তাকে মিষ্টিমুখ করান এবং হৃদরোগ সমস্যায় ভোগা রোমানের মায়ের চিকিৎসার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। এর তিনদিন পরেই টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ কাপ আরচারি, স্টেজ-৩’-এ রিকার্ভ পুরুষ এককেরও স্বর্ণপদক জেতেন রোমান। ঘরোয়া পর্যায়ে তিনি যে দলের হয়ে খেলেন, সোমবার সেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের সদর দফতরে (খিলগাঁও, ঢাকা) তাদের তীরন্দাজ ব্যাটালিয়ন আনসার রোমানকে সংবর্ধনা দিয়েছে। আনসারের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি রোমানকে সংবর্ধনা জানান এবং তাকে সব ধরনের সুযোগ-সুবিধার আশ্বাস দেন। এছাড়াও তিনি অলিম্পিক গেমসে অংশগ্রহণের মাধ্যমে বাহিনী তথা দেশের সম্মান বিশ্বের দরবারে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। সরকারী চাকরি থাকা সত্ত্বেও প্রাইজমানিসহ অন্যান্য সব ধরনের সুযোগ-সুবিধার আশ্বাস পেয়ে তীরন্দাজ রোমান সানা খুশিতে আপ্লুত হন। এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, এনডিসি, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল কামাল মামুন, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ শাহবুদ্দিন ও পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) নূরুল হাসান ফরিদী প্রমুখ। আন্তর্জাতিক আরচারিতে বাংলাদেশী হিসেবে সবচেয়ে বেশি একক ৮টি স্বর্ণপদকধারী আরচার এখন রোমানই। ২০১৬ সালের অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করার কৃতিত্ব দেখান রোমান। হল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে এই আরচার চমকপ্রদ সাফল্য কুড়িয়ে নেন।
×