ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাইকো দুর্নীতি মামলার শুনানিতে হাজির হননি খালেদা

প্রকাশিত: ১২:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

নাইকো দুর্নীতি মামলার শুনানিতে হাজির হননি খালেদা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালে থাকায় নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানিতে হাজির করা হয়নি। সে কারণে ১৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। এদিকে খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার আদালত। একই আদালত শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার মামলায় চট্টগ্রামের সিএ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) হাইকোর্টের দেয়া জামিন ২০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ময়মনসিংহের এ কে এম আকরাম হোসেনকে চিকিৎসার জন্য জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার আপীল বিভাগের চেম্বার জজ আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালত এ আদেশগুলো প্রদান করেছে। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর নতুন দিন ধার্য করেছে আদালত। সোমবার মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকায় আদালতে উপস্থিত হননি। সেজন্য তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করে শুনানির নতুন দিন ঠিক করেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ প্রদান করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন। পরের বছরের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। নাইকো দুর্নীতি মামলার প্রধান আসামিরা হলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন। এই মামলার তিনজন আসামি পলাতক। এরা হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহা-ব্যবস্থাপক মীর ময়নুল হক ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। শিমুল বিশ্বাসকে পাসপোর্ট দেয়ার আদেশ স্থগিত ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার আদালত। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপীল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোঃ নূরুজ্জামান এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তিনি বলেন, গত ২৯ আগস্ট হাইকোর্ট বিভাগ তার পাসপোর্ট প্রদানে যে রায় দিয়েছে তা সোমবার স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার আদালত। এর আগে গত ২৯ আগস্ট রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পাসপোর্ট দিতে নির্দেশ দেন। শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। দুদকের আবেদনেও সিএ্যান্ডএফ এজেন্ট মিজানুরের জামিন স্থগিত ॥ শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার মামলায় চট্টগ্রামের সিএ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) হাইকোর্টের দেয়া জামিন ২০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে সোমবার আপীল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি মোঃ নূরুজ্জামান এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ খুরশিদ আলম খান। আদালতের আদেশ নিশ্চিত করেছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। একেএম আকরাম হোসেনের জামিন ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ময়মনসিংহের এ কে এম আকরাম হোসেনকে চিকিৎসার জন্য জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামির জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশনপক্ষে প্রসিকিউটর ছিলেন জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা। ট্রাইব্যুনালে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। পরে আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ‘ময়মনসিংহে কোতোয়ালি থানার এক মামলায় আকরাম হোসেনকে ২০১৭ সালের ২৪ এপ্রিল গ্রেফতার করে পুলিশ।
×