ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাবেক ওসি উসমান গণিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:১০, ২৪ সেপ্টেম্বর ২০১৯

সাবেক ওসি উসমান গণিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলার জিআরপি থানা (রেলওয়ে থানা) থেকে সম্প্রতি প্রত্যাহার হওয়া ওসি উসমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাভোকেট ফরিদ আহমেদ ও বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের বিচারক মোঃ মহিদুজ্জামান বাদীর আরজি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় ওসি উসমান গণি পাঠান, ঘটনার রাতের ডিউটি অফিসার ও থানার ৩ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবীরা জানান, মামলায় ৭ জনকে সাক্ষী করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে রেলওয়ে পুলিশের সদস্যরা কোন কারণ ছাড়াই তাকে আটক করে খুলনা জিআরপি থানায় নিয়ে যায়। এরপর রাতে ওসি লাঠি দিয়ে তাকে মারধর করে। পরে রাত দেড়টার দিকে ওসি চোখ বেঁধে তাকে থানার একটি কক্ষে নিয়ে যায়। প্রায় দেড় ঘণ্টায় তাকে তিনবার ধর্ষণ করে ওসি। ধর্ষণের সময় ওসি কনডম ব্যবহার করে। এরপর ডিউটি অফিসার একইভাবে কনডম ব্যবহার করে তাকে ধর্ষণ করে। এ সময় ডিউটি অফিসারের পর ৩ কনস্টেবল পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। সকলেই কনডম ব্যবহার করে। পরদিন ৩ আগস্ট তাকে ৫ বোতল ফেনসিডিলসহ মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। বাদীর আইনজীবী জানান, গত ৪ আগস্ট ওই নারী খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। এছাড়া তাকে মারধর ও গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন।
×