ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হতাহত বাংলাদেশী পরিবারগুলো পাচ্ছে ৬ কোটি টাকা

প্রকাশিত: ১২:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৯

হতাহত বাংলাদেশী পরিবারগুলো পাচ্ছে ৬ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশীদের পরিবারকে প্রায় ৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে সৌদি সরকার। ঘটনার চার বছর পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক সামা (সৌদি এরাবিয়ান মনিটরিং অথরিটি) থেকে তিনজনের নামে এর মধ্যেই চেক দেয়া হয়েছে। বাকি একজনের চেক শীঘ্রই ইস্যু করা হবে। সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজের নির্দেশনা অনুযায়ী এ ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। নিহত আবুল কাশেম সুফির বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ গ্রামে। তিনি ডিবিএইচ ইন্টারন্যাশনালের একটি কাফেলার মাধ্যমে হজে গিয়েছিলেন। আবুল কাশেম সুফির পরিবার ক্ষতিপূরণ হিসাবে পাচ্ছে ১০ লাখ সৌদি রিয়াল, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা। তার উত্তরাধিকাররা চট্টগ্রামেই থাকেন। অপরদিকে একই দুর্ঘটনায় আহত সরদার আবদুর রব ও মোঃ নাজিমুদ্দিন পাচ্ছেন ৫ লাখ সৌদি রিয়াল করে, বাংলাদেশী মুদ্রায় সোয়া কোটি টাকা। ক্রেন দুর্ঘটনায় আহত হন মোঃ নূর নামের আরও এক বাংলাদেশী। তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাকেও সোয়া এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। উল্লেখ্য, ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কার মসজিদ আল হারামে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ছিঁড়ে মারা যান ১১৮ হাজী। আহত হন ৩৯৪ জন। এর মধ্যে বাংলাদেশের একজন নিহত ও ৩ জন আহত হন। ফিল্ম ক্লাবে জুয়া খেলার সময় আটক ১৫ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিজয়নগর এলাকার ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব’ থেকে জুয়া খেলার সময় হাতেনাতে ১৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে সায়হাম স্কাইভিউ টাওয়ারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, টাওয়ারটির ৮ম তলায় রয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব। এখানে প্রতিদিনই জুয়ার আসর বসত। অভিযানে জুয়ার টাকাসহ খেলার সরঞ্জাম পাওয়া গেছে। ডিএমপি রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক জানান, গোপন সংবাদে আমরা জানতে পারি, এই ক্লাবে জুয়া খেলা হচ্ছে। জুয়ার বোর্ড থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×