ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যাসিনো বন্ধে চলমান অভিযানকে সমর্থন ডিএসসিসি মেয়রের

প্রকাশিত: ১২:১২, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ক্যাসিনো বন্ধে চলমান অভিযানকে সমর্থন ডিএসসিসি মেয়রের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে অবৈধ ক্যাসিনো বন্ধে আইনশৃংঙ্খলা বাহিনীর চলমান অভিযানকে সাধুবাদ ও সমর্থন জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার ডিএসসিসির নগর ভবনে ডেনিস রাষ্ট্রদূতের সঙ্গে মেয়রের এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানকে সমর্থন জানাই, পাশাপাশি অভিযানের সফল সমাপ্তি ঘটবে বলে আশা করি। তিনি বলেন, পবিত্র রমজান মাসে মদ, জুয়া খেলা এসব অনৈতিক কার্যকলাপ পরিচালনা থেকে বিরত থাকার জন্য আমি ক্লাবগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং এ বিষয়ে প্রচার চালাই কিন্তু কোন কাজ হয়নি। ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত একজন কাউন্সিলরের বিষয়ে মেয়র বলেন, কাউন্সিলরের দায়িত্বজ্ঞানহীন কর্মকা-ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই মাস আগে চিঠি পাঠিয়েছি, কিন্তু এর কোন অগ্রগতি দেখতে পাইনি। আজ সেন্টমার্টিন যাচ্ছেন বিজিবি মহাপরিচালক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম সেন্টমার্টিন সফরে আসছেন। মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম গত ২০১৮ সালের ২৮ মার্চ বিজিবির (ডিজি) মহাপরিচালক হিসেবে যোগদান করার পর সেন্টমার্টিনে বিজিবি বিওপি পুনঃস্থাপনে এটিই হবে বাহিনী প্রধানের প্রথম সফর। আজ মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিনে পুনঃস্থাপিত বর্ডার আউট পোস্ট (বিওপি) পরিদর্শন করবেন তিনি। সূত্রে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপ ও দ্বীপে বসবাসকারী জনগণের নিরাপত্তার খাতিরে ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিনে তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল।
×