ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যৌথ অভিযানে বাংলাদেশী গ্রেফতার

প্রকাশিত: ১২:১২, ২৪ সেপ্টেম্বর ২০১৯

যৌথ অভিযানে বাংলাদেশী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় তালেবানের এক গোপন আস্তানায় রবিবার রাতে যৌথ অভিযান চালায় আফগান-মার্কিন বাহিনী। এতে নিহত হয় ২২ তালেবান। এ সময় ১৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পাঁচ পাকিস্তানী ও এক বাংলাদেশী নাগরিক রয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। গোপন আস্তানাটি তালেবান গোষ্ঠীর বিদেশী চরমপন্থীরাও ব্যবহার করত বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তালেবানের এক বিবৃতিতে দাবি করা হয়, রবিবার রাতে মুসা কালায় মার্কিন সমর্থিত আফগান বাহিনী বিমান হামলা ও স্থল অভিযান চালালে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ১৮ আফগান সেনা ও এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত বেশ কিছু মানুষ নিহত হন। -ওয়েবসাইট
×