ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্কাই নিউজের সঙ্গে সাক্ষাতকারে ডেভিড ক্যামেরন

ব্রেক্সিটের জন্য আইন ভঙ্গ করা ঠিক হবে না

প্রকাশিত: ১২:১৪, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ব্রেক্সিটের জন্য আইন ভঙ্গ করা ঠিক হবে না

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনকে সতর্ক করে বলেছেন, ব্রেক্সিটের জন্য আইন অমান্য করা ঠিক নয়। কোন চুক্তি ছাড়াই ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনতে একটি চুক্তি পাসের চেষ্টার পর সাবেক এই প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন। স্ক্ইা নিউজ। সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন জনসনের প্রতি সতর্কতা উচ্চারণ করে বলেন, চূড়ান্ত সময়সীমা যেহেতু কাছে চলে এসেছে, তাই আইন ভঙ্গ করা কোন ভাল ধারণা নয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ বিষয়ে যদি চুক্তি না হয়, তবে আগামী ১৯ অক্টোবর সরকার আনুষ্ঠানিকভাবে মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করতে পারবে এ ধরনের একটি আইন এ মাসের শুরুতে পাস হয়েছে। পার্লামেন্ট কোন চুক্তি ছাড়াই ব্রেক্সিট সমর্থন করে এর পক্ষে ভোট দিয়েছে। এর আগে জনসন বলেছিলেন, আইন মানার চেয়ে তিনি নর্দমায় পড়ে মারা যাবেন। ক্যামেরন স্কাই নিউজের ‘সোফিরিজ অন সানডে’ অনুষ্ঠানে বলেন, ব্রেক্সিট চুক্তির গুরুত্ব সম্পর্কে তিনি এবং জনসন একমত। তিনি বলেন, নো ডিল কোন ভাল ধারণা বা ইতিবাচক চিন্তা নয়। আইন অমান্য করাও ভাল চিন্তা নয়। চুক্তির বিষয়ে যেসব তথ্য পাওয়া গেছে এবং তিনি যেটা করছেন, সেটার ওপর জোর দিতে হবে। এটা তার জন্য উপযুক্ত হবে। ক্যামেরন বলেন, বিভিন্ন সময়ে তাদের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। কিন্তু জনসন যখন প্রধানমন্ত্রী হন তারপর তাদের মধ্যে সাক্ষাত হয়নি। ক্যামেরন বলেন, অধিকাংশ বিষয়ে তিনি আমার মতামত সম্পর্কে জানেন। তিনি গুরুত্বপূর্ণ যে কাজটি করার চেষ্টা করছেন, যেটি ব্রাসেলসে ঘটতে যাচ্ছে, একটি চুক্তি হচ্ছে, তার প্রতি আমার সমর্থন আছে, ওই চুক্তিটি ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, অনিশ্চয়তার অবসান ঘটানোর চেষ্টা করছেন। আমি আশা করি সে এটা করুক।
×