ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণ এশিয়ায় শুরু হতে পারে অস্ত্র প্রতিযোগিতা

প্রকাশিত: ১২:১৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯

দক্ষিণ এশিয়ায় শুরু হতে পারে অস্ত্র প্রতিযোগিতা

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪০ কোটি পাউন্ড (প্রায় ৫০ কোটি ডলার) বিনিয়োগ করে চীনকে কঠোর বার্তা দিচ্ছেন বলে সতর্ক করেছেন একজন বিশেষজ্ঞ। এছাড়া চিরবৈরী প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম পারমাণবিক হামলারও পথ তৈরি করছে। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, উত্তেজনা যদি সংঘাতের দিকে যায় তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। -ডেইলি এক্সপ্রেস সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের রিসার্চ ফেলো যোগেশ যোশি স্বীকার করেছেন যে, ভবিষ্যতে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনার টেবিলে যাতে ভারতের স্থান থাকে সেটা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে এই কৌশল দক্ষিণ এশিয়ার শক্তির ভঙ্গুর ভারসাম্য বিনষ্ট করে ভবিষ্যতে ভয়াবহ সংঘাতের সৃষ্টি করতে পারে। গত মাসে প্রকাশিত আইএইচএস মারকিতের জেন’সের বিশ্লেষণ থেকে জানা যায়, হাইপারসনিক অস্ত্রের ওপর গবেষণা ও এটি বানাতে ভারত আনুমানিক ৫০ কোটি ডলারের ওপর (৪০৮ মিলিয়ন পাউন্ড) ব্যয় করেছে।
×