ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতানিয়াহুকে ঠেকাতে একাট্টা আরব এমপিরা

প্রকাশিত: ১২:১৭, ২৪ সেপ্টেম্বর ২০১৯

নেতানিয়াহুকে ঠেকাতে একাট্টা আরব এমপিরা

ইসরাইলী পার্লামেন্টে আরব এমপিরা রবিবার প্রধানমন্ত্রী পদের জন্য সাবেক সামরিক প্রধান বেনি গ্যান্টজের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এতে বর্তমান কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের পরিবর্তে গ্যান্টজের জন্য কিছুটা সুবিধাজনক অবস্থান তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এপি। এ ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ প্রায় তিন দশকের মধ্যে এবারই প্রথম। আরব দলগুলো প্রধানমন্ত্রীর জন্য প্রার্থী হিসেবে একজনের প্রতি সমর্থন ব্যক্ত করায় নেতানিয়াহুর প্রতি একটা অবজ্ঞাসূচক প্রতিফলন প্রকাশ পেয়েছে। নেতানিয়াহু তার নির্বাচনী প্রচারের সময় আরবদের প্রতি ঘৃণা উস্কে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আরব ব্লকের পার্লামেন্ট সদস্য আহমদ তিবি বলেছেন, বেনি গ্যান্টজ আমাদের কাছে কোন বিষয় নয়। কিন্তু আমরা আমাদের ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য সবকিছু করব এবং আমাদের এ উদ্যোগ বেনি গ্যান্টজের প্রতি সুপারিশস্বরূপ। কোন প্রার্থীকে একটি জোট সরকার গঠনের সুযোগ দেয়া হবে সে সিদ্ধান্ত নির্ভর করে ইসরাইলী প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের ওপর। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে অচলাবস্থার সৃষ্টি হওয়ার পর সচরাচর এ আনুষ্ঠানিক কাজটি কঠিন হয়ে উঠেছে। মধ্যপন্থী ব্লু এ্যান্ড হোয়াইট দলের নেতা গ্যান্টজ বা রক্ষণশীল লিকুদ দলের প্রধান নেতানিয়াহু কেউই ১শ’ ২০ সদস্যের নেসেটের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা বা ৬১ আসন পাননি। কিন্তু আরব দলগুলোর সমর্থনে গ্যান্টজ কিছুটা সুবিধেয় রয়েছেন।
×