ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবকে রক্ষার দায়িত্ব আমাদের নয় ॥ পেলোসি

প্রকাশিত: ১২:১৭, ২৪ সেপ্টেম্বর ২০১৯

সৌদি আরবকে রক্ষার দায়িত্ব আমাদের নয় ॥ পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি রবিবার কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সৈন্য পাঠানোর উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। গত সপ্তাহে দুটি সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলায় ইরানকে দায়ী করে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি পারস্য উপসাগরে আরও বেশি সৈন্য পাঠানোর কথা ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সিএনএন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি শুক্রবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছেন, এটি হবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে সবচেয়ে কঠিন ও সর্বোচ্চ নিষেধাজ্ঞা। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছেন। এসব ঘটনার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পেলোসি। তিনি বলেছেন, আমি মনে করি না সৌদি আরবকে রক্ষার দায়িত্ব আমাদের ওপর বর্তায়। পেলোসি বলেন, মার্কিন সেনাবাহিনী যুদ্ধের বোঝা বহন করতে করতে ক্লান্ত। তাদের নতুন কোন সামরিক অভিযানে নামার মতো অবস্থা নেই। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়ানোর মধ্যে আমাদের কোন স্বার্থ নেই। তবে প্রতিনিধি পরিষদে বৈদেশিক বিষয়ক কমিটির প্রধান রিপাবলিকান দলীয় মাইকেল মিককোল সৌদি আরবে সৈন্য ও সরঞ্জামাদি পাঠানোর ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন।
×