ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম আমিরাতী নভোচারী

প্রকাশিত: ১২:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

প্রথম আমিরাতী নভোচারী

সংযুক্ত আরব আমিরাতের হাজ্জা আল মানসুরি হতে চলেছেন দেশটির প্রথম নভোচারী। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (্্্আইএসএস) উদ্দেশে বুধবার তার যাত্রা শুরুর কথা রয়েছে। মানসুরি হবেন আইএসএসে গমনকারী ২৪০ তম নভোচারী। এর আগে বিভিন্ন সময়ে ১৯ দেশ থেকে নভোচারীরা সেখানে গিয়েছেন। এক রুশ ও এক মার্কিন নভোচারীর সঙ্গে সয়ুজ এমএস- ১৫ তে করে শুরু হবে মানসুরির যাত্রা। -গালফ নিউজ ডেমোক্র্যাটরা বড় সমস্যা মার্কিন ডেমোক্র্যাটিক প্রতিনিধি পরিষদের সদস্য আলেক্সান্ড্রিয়া ওকাসিও কর্টেজ মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও ডেমোক্র্যাটিক পার্টি এখন বড় কেলেঙ্কারির হোতা। ট্র্রাম্পের আইন ভঙ্গ করার প্রবণতার চেয়েও তার পার্টি তাকে ইমপিচ করার অনীহা নিয়ে তিনি বেশি উৎকণ্ঠিত। শনিবার রাতে এক টুইটে তিনি বলেন, ট্রাম্পকে ইমপিচ করতে অস্বীকৃতি জানানোটা বড় কেলেঙ্কারি। এর আগে চলতি মাসের গোড়ার দিকে ট্রাম্পকে ইমপিচ করার উদ্যোগে শরিক হওয়ার জন্য তিনি রিপাবলিকানদের প্রতি আহবান জানিয়েছিলেন। -নিউজইউইক
×