ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে সড়কে প্রাণ গেল দুইজনের

প্রকাশিত: ১২:২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ফরিদপুরে সড়কে প্রাণ গেল দুইজনের

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ সেপ্টেম্বর ॥ সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। এর মধ্যে বোয়ালমারীতে জানাজার নামাজে গিয়ে লাশ হয়ে ফিরেছেন সৈয়দ আয়নাল (৫৬) নামের এক কৃষক। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বন্দরপাশা গ্রামে হালিমের বাড়ির সামনে জয়পাড়া-সুতাশি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, ভাঙ্গায় রবিবার রাত ৯টায় একটি যানবাহনের নিচে চাপাপড়ে মারা গেছে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি। লালমনিরহাটে বিড়ি শ্রমিক নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, জেলার আদিতমারী উপজেলায় সাপ্টিবাড়ি আনন্দবাজার এলাকায় দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রফিয়াজ্জল হোসেন(২৯) নামে এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই অটোরিক্সার তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি আনন্দবাজার বাইপাস সড়কের সরলখাঁ উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহে চালক নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ট্রাক ও নসিমনের সংঘর্ষে নসিমন চালক ফজলু বিশ্বাস নিহত হয়েছে। সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাইট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকালে নসিমন নিয়ে বাড়ি থেকে ভাটই বাজারে যাচ্ছিলেন উপজেলার কুলচারা গ্রামের ফজলু বিশ্বাস। পথে ভাইট বাজারে পৌঁছলে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। নওগাঁয় পিকআপ চালক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, যাত্রীবাহী হানিফ বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রবিউল ইসলাম নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডাক্তারের মোড় নামক স্থানে। নিহত রবিউলের বাড়ি জেলার নিয়ামতপুর উপজেলায়। স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ডাক্তারের মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে পিকআপ চালক রবিউল নিহত হয় এবং বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়। ঠাকুরগাঁওয়ে হেল্পার নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সদর উপজেলার সালন্দর চৌধুরীহাটে সড়কের মাঝে ডিভাইডারের সঙ্গে সোমবার সকালে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা খেয়ে উল্টে ট্রাকের হেল্পার আনোয়ার হোসেন আনু (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আনোয়ার হোসেন পঞ্চগড় জেলার জগদল গ্রামের বাসিন্দা। জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রাক ঘটনাস্থলে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়। মাদারীপুরে শিশু নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, মাদ্রাসা থেকে ফেরার পথে ট্রাক চাপায় সিজান বেপারি নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মহিষেরচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজান সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার সোহাগ বেপারির ছেলে ও স্থানীয় তায্কিয়াতুন্ নিসা মাদ্রাসার ছাত্র ছিল। জানা গেছে, দুপুর দেড়টার দিকে কাজিরটেক ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি ইট বহনকরী ট্রাক মাদারীপুর সদরে যাচ্ছিল। এ সময় সিজান মাদ্রাসা ছুটি হলে তার দাদির সঙ্গে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি এলে সিজান রাস্তা পার হতে যায়। এ সময় দ্রুতগতির ট্রাকটি সিজানকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয়রা ট্রাকের চালক ও ট্রাকটি আটক করে।
×