ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ॥ যাবজ্জীবন তিন

প্রকাশিত: ১২:২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ॥ যাবজ্জীবন তিন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৩ সেপ্টেম্বর ॥ গৃহবধূ হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার এবং যাবজ্জীবনপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মোঃ তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার দুই আসামিকে খালাস প্রদান করা হয়েছে। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামের শেখ খাইরুল হাসান ও পিলটন সরদার। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন একই গ্রামের রিপন সরদার, শাহাদাত হোসেন ও আবদুস ছালাম। খালাসপ্রাপ্ত হলেন শেখ মামুন ও গিয়াস উদ্দিন। উল্লেখ্য, ২০০২ সালের ১৬ মে রাতে রাজপাশা গ্রামের বাচ্চু খানের বাড়িতে ডাকাতির উদ্দেশে একদল ব্যক্তি ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় তারা মখবুলের স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যা করে। হবিগঞ্জে ৩ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, বিশ টুকরো করে রেল লাইনে ফেলে রাখা হবিগঞ্জের সাংবাদিক জুনায়েদ আহমেদ হত্যা মামলার রায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদ-, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- প্রদান করেছে আদালত। দ-প্রাপ্তরা হলেন, সাতাইল গ্রামের বাবুল মিয়ার ছেলে বাদশা মিয়া, একই উপজেলার দেবপাড়া গ্রামের হাসান মিয়ার ছেলে রাহুল মিয়া ও ফরিদ মিয়া। সোমবার দুপুরে রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা। উল্লেখ্য, ২০১২ সালের ১০ জুলাই সাংবাদিক জুনায়েদ আহমেদ জেলা শহর হবিগঞ্জে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এই রাতেই দুর্বৃত্তরা জুনায়েদকে নির্মমভাবে হত্যা করে এবং হত্যার ঘটনাটি চাপা দিতে তার মৃতদেহ ঢাকা-সিলেট রেলওয়ে সেকশনের শায়েস্তাগঞ্জের নিকটবর্তী রেললাইনে ফেলে রাখে। পিরোজপুরে একজনের ফাঁসি নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, সোমবার মঠবাড়িয়ায় এক স্কুলছাত্রকে হত্যার দায়ে ইদ্রিস জোমাদ্দারকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। দ-প্রাপ্ত ইদ্রিস জোমাদ্দার মঠবাড়িয়ার ঘোষের টিকিকাটা গ্রামের আশ্রাফ আলীর পুত্র। উল্লেখ্য, ২০১৪ সালের ২ ডিসেম্বর সকালে ফয়সালের মা মঠবাড়িয়ার একটি ব্যাংকে টাকা তোলার জন্য যান । দুপুরে ফয়সাল স্কুল থেকে বাসায় ফিরে বাড়ির সামনের মসজিদ মাঠে খেলা করছিল। এসময় আসামি ইদ্রিস স্কুলছাত্র ফয়সালকে ডেকে একটি বাগানে নিয়ে যান। এরপর থেকে ফয়সাল নিখোঁজ হয়। ফয়সালের মা ওই দিন বিকেলে ব্যাংক থেকে ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি করে। সুনামগঞ্জে ১ জনের মৃত্যুদ- ॥ দুইজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা সুনামগঞ্জ থেকে জানান, তাহিরপুর উজেলার শিমুলতলা গ্রামের তরিব উল্লা হত্যা মামলায় এক জনের মৃত্যুদ- ও তিন জনের যাবজ্জীবন দ-াদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামি আব্দুন নূর (৪০) শিমুলতলা গ্রামের গুলে ফরমুজের ছেলে। তাকে আরও ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। যাবজ্জীবন করাদ-ে দ-িতরা হলেন, শিমুলতলা গ্রামের আক্রম আলীর ছেলে হাবিবুর রহমান, আব্দুল মান্নানের ছেলে ইদ্রিছ মিয়া, গুলে ফরমুজের ছেলে শাহানূর মিয়া। যাবজ্জীবন দ-প্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও তিন মাসের কারাদ-াদেশ দিয়েছে আদালত। অদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২১ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তরিব উল্লার বাড়িতে হামলা চালায় আসামিরা।
×