ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুইপ সামশুল হকের বক্তব্যে মেয়রের ক্ষোভ

প্রকাশিত: ১২:২৭, ২৪ সেপ্টেম্বর ২০১৯

হুইপ সামশুল হকের বক্তব্যে মেয়রের ক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়া সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বিভিন্ন ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিপরীতে যে বক্তব্য দিয়েছেন তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সোমবার দুপুরে নগরীর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আমান বাজার আইএস কনভেনশন হলে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী এক সমাবেশে মেয়র নাছির সংসদের হুইপ ও চট্টগ্রাম আবাহনী ক্লাবের মহাসচিব সামশুল হক চৌধুরীকে ইঙ্গিত করে বলেন, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের স্মৃতিবিজড়িত আবাহনী ক্লাবে জুয়ার আসর বসানো যায় না। শেখ কামালের নাম দিয়ে ক্লাব করবেন, আর সেখানে জুয়ার আসর বসিয়ে জুয়ার টাকা দিয়ে ক্লাব পরিচালনা করবেন এ অন্যায় বরদাস্ত করা হবে না। এ ঘটনার তীব্র নিন্দা জানান। মেয়র বলেন, প্রধানমন্ত্রীর প্রিয়ভাই শেখ কামাল। তিনি অনেক বড় ক্রীড়া সংগঠক ছিলেন। তার নাম ব্যবহার করে জুয়ার আসর বসিয়ে ক্লাব চালানো হবে-আমি এর প্রতিবাদ জানাই। এখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। যারা জুয়ার আসর বসাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী এটা করবেন। ১৯৮৫ সাল থেকে আমিও ক্লাব চালাই। আমি চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সিজেকেএস আয়োজিত বহু ডিসিপ্লিনেও চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমি ব্রাদার্স ইউনিয়নে ক্লাবঘর করিনি। কারণ, এটা করলে অনৈতিক কর্মকা- বাড়বে। আমার ক্লাব এসব ফালতু কাজের সঙ্গে জড়িত নয়। মেয়র বলেন, ক্রীড়াঙ্গনের নামে ক্লাব করলে সেখানে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত।
×