ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে মডেল কলেজ প্রকল্প

প্রকাশিত: ১২:২৮, ২৪ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে মডেল কলেজ প্রকল্প

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মানসম্মত অধিকতর উচ্চ শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘মডেল কলেজ প্রকল্প’ নামে একটি প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রকল্পের আওতায় নির্বাচিত ৮টি প্রাক মডেল কলেজের ৮২জন শিক্ষার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে মেধাবৃত্তি দেয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন। এ ধরনের উদ্যোগ দেশে এবারই প্রথম। উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেন, বেসরকারী কলেজসমূহের জন্য শতভাগ শিক্ষার্থী উপস্থিতি, উন্নত পাঠদান প্রক্রিয়া ও শৃঙ্খলা বাস্তবায়নসহ ৪০টি পূর্ব নির্ধারিত দক্ষতাসূচক স্বল্পমেয়াদী শর্ত নির্ধারণ কওে দেয়া হয়। সে আলোকে দেশের বিভিন্ন এলাকা থেকে অনার্স পাঠদানকারী মোট ৮৯টি কলেজ এ প্রকল্পের আওতাভুক্ত হওয়ার আবেদন করে। দৌলতপুরে পদ্মায় ডুবে শ্রমিক নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৩ সেপ্টেম্বর ॥ দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শাকিল আহমেদ (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলা ভাগজোত পয়েন্টে তাকে বহনকারী ডিঙ্গা ডুবে সে পানিতে তলিয়ে যায়। সে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের ওয়াদ ফকিরের ছেলে। এলাকাবাসী জানায়, সোমবার সকালে শাকিল কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে পদ্মা নদী দিয়ে ডিঙ্গায় চড়ে ভাগজোত এলাকায় যাচ্ছিলেন। পদ্মার ভাগজোত পয়েন্টের নিকট পৌঁছলে পানির প্রবল ঢেউয়ে তাদের বহনকারী ডিঙ্গাটি ডুবে যায়। ডিঙ্গায় আরও দু’জন শ্রমিক ছিলেন। ওই দু’জন শ্রমিক সাঁতরিয়ে নদীর পাড়ে উঠলেও শাকিল পানির প্রবল ¯্রােতে তলিয়ে যায়। স্থানীয়ভাবে তার সন্ধান চালিয়েও পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে নিয়ে তারা শাকিলকে উদ্ধারে নদীতে নামে।
×