ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বশেমুরবিপ্রবির ভিসি অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত

প্রকাশিত: ১২:২৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

বশেমুরবিপ্রবির ভিসি অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ॥ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের অপসারণের দাবিতে আমরণ অনশনসহ শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আন্দোলনের ৫ম দিনে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেমে থেমে চলছে শিক্ষার্থীদের ভিসি-বিরোধী মিছিল ও সমাবেশ। এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি - স্লোগানে স্লোগানে উত্তাল হচ্ছে গোটা ক্যাম্পাস। প্রশাসনিক ভবনের সামনে অনশনরত রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়েও ভিসিবিরোধী সমাবেশ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। ইবি ছাত্রলীগ সম্পাদককে ধাওয়া ইবি সংবাদদাতা জানান, ইসলামী বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে ফের ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিল বিদ্রোহী ছাত্রলীগ কর্মীরা। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলমান। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর সে বিশ^বিদ্যালয়ের কর্মচারী ইলিয়াস জোয়ার্দার, ডেইলি বেসিস কর্মচারী রাসেল জোয়ার্দার, আবদুল মান্নানসহ ৬-৭ কর্মচারী নিয়ে ছাত্রলীগের টেন্টে অবস্থান করে। বিষয়টি ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের কর্মীরা জানতে পেরে হল থেকে লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসে। বিদ্রোহীদের হল থেকে আসার খবর পেয়ে মোটরসাইকেল করে ক্যাম্পাস থেকে চলে যায় রাকিব। বিদ্রোহী কর্মীরা বিশ^বিদ্যালয়ের ডায়না চত্বরে আসলে দৌড়ে প্রধান ফটকে গিয়ে রাকিবকে খুঁজতে থাকে। এ সময় তাদের হাতে হকিস্টিক, লাঠি দেখা যায়। প্রধান ফটকে রাকিবকে না পেয়ে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
×