ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঘারপাড়ায় ১০ টাকা দরের ১৫০ বস্তা চাল উদ্ধার

প্রকাশিত: ১২:২৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

বাঘারপাড়ায় ১০ টাকা দরের ১৫০ বস্তা চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া বাসুয়াড়ি ইউনিয়নের আলাদীপুর বাজারে আমিনুর সরদারের ঘর থেকে বর্তমান সরকারের খাদ্যবান্ধব ১০ টাকা কেজি দরের ১৫০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ। সোমবার বিকেলে বাঘারপাড়া বাসুয়াড়ি আলাদীপুর বাজারে দুস্থদের মাঝে চাল বিতরণের পর এ বিপুল পরিমাণের চাল জব্দ করেন এ কর্মকর্তা। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর থেকে ৫ শ’টি কার্ডে ডিলার আমিনুর সরদারের মাধ্যমে ১৫ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়। প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি। প্রতি কেজি চালের মূল্য ১০ টাকা করে। সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব চাল স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। প্রতিটি কার্ডে চাল বরাদ্দের পরিমাণ ৩০ কেজি থাকলেও কয়েকটি দুস্থ পরিবারের চাল মেপে ২৬ ও ২৭ কেজি করে পাওয়া যায়। এ খবর ইউএনও তানিয়া আফরোজ জানার সঙ্গে সঙ্গে বাসুয়াড়ি আলাদীপুর বাজারে যান। কয়েকজন দুস্থ কার্ডধারীদের চাল মেপে ২৬ কেজি থেকে ২৭ কেজি ২৮ কেজি ও ২৯ কেজি করে চাল পান।
×