ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ১২:৩১, ২৪ সেপ্টেম্বর ২০১৯

টুকরো খবর

কোচিং সেন্টারের পরিচালক গ্রেফতার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার উপশহর এলাকা থেকে ধর্ষণের অভিযোগে আলী আহসান ডিউক (৪৩) নামে এক কোচিং সেন্টারের পরিচালক গ্রেফতার হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে একই কোচিং সেন্টারের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে রবিবার রাতে তাকে পুলিশ গ্রেফতার করে। এছাড়া এক শিশুকে ধর্ষণের ঘটনায় শহিদুল (২৬) নামে অপর এক ব্যক্তিকে পুলিশ সোমবার দুপুরে শহরের চেলোপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, উপশহর এলাকার ক্রিয়েশন কোচিং সেন্টার নামে ওই কোচিং সেন্টারের কম্পিউটার অপারেটর পদে কর্মরত এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পরিচালক আলী আহসান সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের কথা বলে পরিচালক তাকে বিভিন্ন সময় ধর্ষণ করে। রবিবার রাতে নির্যাতিত মেয়েটি বগুড়া সদর থানায় কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ পরিচালক আলী আহসান ডিউককে কোচিং সেন্টার থেকে গ্রেফতার করে। বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন, তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য সোমবার হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে সোমবার দুপুরে শহরের উত্তর চেলোপাড়া থেকে পুলিশ ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শিশুটির সৎবাবা শহিদুলকে গ্রেফতার করে। জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ৯ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৩ সেপ্টেম্বর ॥ বরগুনার আমতলী উপজেলার উত্তর টেপুরা গ্রামে জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল, পটুয়াখালী ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। জানা গেছে, উপজেলার উত্তর টেপুরা গ্রামের জয়নুল মাতুব্বরের নিকট থেকে রিপন মাতুব্বর ও মজিবর মাতুব্বর এক একর জমি ক্রয় করে। ওই জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে রিপন মাতুব্বর ও মজিবর মাতুব্বরের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশ বৈঠক হয়। সোমবার সকালে বিরোধীয় জমিতে মজিবর মাতুব্বর তার লোকজন দিয়ে ঘর তুলতে যায়। এতে বাধা দেয় রিপন মাতুব্বর ও তার লোকজন। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৯ জন আহত হয়েছে। তালা ঝোলানো সেই এসআই বদলি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ সেপ্টেম্বর ॥ বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে আমিনপুর থানার এসআই ইউসুফ আলীকে অবশেষে বদলি করা হয়েছে। রবিবার রাতে তাকে জয়পুরহাটে বদলি করা হয়েছে। আমিনপুর থানার এসআই ইউসুফ এলাকায় টাইগার ইউসুফ নামে পরিচিত। মিথ্যা মামলা বা থানায় আটকে নির্যাতনের ভয় দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অপরাধের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। প্রায় চার মাস আগে বেড়া উপজেলার আমিনপুর গ্রামের মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সীর কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে এসআই ইউসুফ। উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সে যাত্রায় রক্ষা পেলেও সম্প্রতি আবারও মুদি ব্যবসায়ী রফিকুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত ২ সেপ্টেম্বর দোকানে তালা ঝুলিয়ে দেয় ওই এসআই। ধর্ষণের পর হত্যা ॥ আসামির আত্মসমর্পণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহরতলীর ধর্মতলা এলাকার শিশু কথা আফিরন তৃষা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি মেহেদী হাসান শক্তি আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার মেহেদী হাসান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মেহেদী হাসান শক্তি খোলাডাঙ্গা এলাকার কামরুজ্জামান কামের ছেলে। জানা গেছে, ধর্মতলা এলাকার ইজিবাইকচালক তরিকুল ইসলামের মেয়ে শিশু তৃষা ৩ মার্চ বিকেলে আরবী পড়ে বাসায় ফেরে। এরপর খেলতে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। চব্বিশ ঘণ্টা পর বাড়ির পেছনের ডোবায় তার বস্তাবন্দী মরদেহ পাওয়া যায়। তৃষাকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়। ঘটনার পর স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত এক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার সকাল ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিল নগর গ্রামের রায়হান আলী (৫০) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে। এলাকাবাসী জানায়, রায়হান আলী নৌকাযোগে তার নিজ গ্রাম ফাজিল নগর হতে ছোট ভাইয়ের স্ত্রীকে পাকার মাথা নামক স্থানে নামিয়ে দিয়ে অপেক্ষা করছিল। এ সময় মেঘাছন্ন আকাশে বিদ্যুত চমকাচ্ছিল হঠাৎ করে আকাশ থেকে তার মাথায় বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×