ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রদলের কার্যক্রমে ওপর আদালতের স্থগিতাদেশ

প্রকাশিত: ১২:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ছাত্রদলের কার্যক্রমে ওপর আদালতের স্থগিতাদেশ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একইসঙ্গে বর্তমান কমিটির কার্যক্রমের বৈধতা প্রশ্নে আগামী সাত দিনের মধ্যে ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে কারণ দর্শাতে বলা হয়েছে। সোমবার ঢাকার সিনিয়র ৪র্থ সহকারী জেলা জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বিথী এ আদেশ দেন। ছাত্রদলেরই নেতা আমানউল্লাহর একটি আবেদনে এই অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। এর আগে আমানউল্লাহর এক আবেদনে গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিল একই আদালত। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগ এনে সংগঠনটির সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই স্থগিতাদেশ দিয়েছিল। ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় পক্ষভুক্ত করার আবেদন করেন মামলার বাদী। একইসঙ্গে নতুন কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর পাশাপাশি কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। আদালত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে পক্ষভুক্ত করার আবেদন গ্রহণ করে কমিটির কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। এছাড়াও ছাত্রদলের কাউন্সিলে বিএনপির মহাসচিবসহ ১০ দায়িত্বপ্রাপ্ত নেতার সম্পৃক্ততার বিষয়ে কারণ দর্শাতে বলা হয়। এ প্রসঙ্গে বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন বলেন, রবিবার আমরা এই মামলায় পক্ষ হয়ে জবাব দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেছি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৪ অক্টোবর জবাব দাখিলের জন্য দিন ধার্য করে। তিনি আরো বলেন, সোমবার তারা নতুন করে একটি আবেদন করেন। আবেদনে তারা নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারিকে পক্ষ করেন। এছাড়া বর্তমান কমিটির কার্যক্রম স্থগিত চান। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। নিয়ম হচ্ছে, ধার্য তারিখে কোন শুনানি করতে হয়। তারা ধার্য তারিখে শুনানি করেননি, যা সম্পূর্ণ বেআইনী। আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই গত বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে মির্জা আব্বাস ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন, আর সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।
×