ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

মন্ত্রীর হস্তক্ষেপ কামনা টিএন্ডটি ক্লাবের

প্রকাশিত: ০৮:৫৭, ২ অক্টোবর ২০১৯

মন্ত্রীর হস্তক্ষেপ কামনা টিএন্ডটি ক্লাবের

স্পোর্টস রিপোর্টার ॥ সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্য সচিব, বাফুফের নির্বাহী সদস্য, টি এন্ড টি ক্লাবের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান বাবুল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৯৬২ সালে টিএন্ডটি বিভাগ (বর্তমান বি টি সি এল) প্রতিষ্ঠিত বাফুফে ও এএফসির এফিলিয়েটেড বিসিএল লীগের অন্যতম দল মতিঝিল টিএন্ডটি ক্লাবে কোন নোটিশ ছাড়াই গতকাল ১ অক্টোবর দুপুরে প্লেয়ার টেন্ট, অফিস কক্ষ, খেলোয়াড়দের মূল্যবান জিনিসপত্র তছনছ ও ধ্বংস করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বি টি সি এল বিভাগীয় ইঞ্জিনিয়ার (ইমারত, মগবাজার) এর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে জেনেছি। বাবুল আরও জানান, যে ক্লাবটি অসংখ্য জাতীয় ফুটবলার ও ক্রিকেটারের জন্ম দিয়েছে, সেই ক্লাবটিতে এহেন ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদ করার ভাষা আমাদের নাই। টিএন্ডটি নামে খ্যাত এই ক্লাবের অবর্তমানে খেলাধুলা ও ফুটবলের প্রতি একটি আঘাত বলে আমরা মনে করি। আমরা মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
×