ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়াসিন কিংসে, নিজেদের যুব দলের একাধিক ফুটবলার সিনিয়র দলে খেলাবে সাইফ

প্রকাশিত: ০৮:১৪, ৫ অক্টোবর ২০১৯

ইয়াসিন কিংসে, নিজেদের যুব দলের একাধিক ফুটবলার সিনিয়র দলে খেলাবে সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল শুরু হয়েছে মঙ্গলবার থেকে। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসসহ বড় ঘরনার ক্লাবগুলো ইতোমধ্যেই দল প্রায় গুছিয়ে ফেললেও ক্যাসিনো কাণ্ডের ফলে দলবদলে অংশ নেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে বেশ কটি ক্লাবের। এ অবস্থায় কোন ক্লাব যদি অংশগ্রহণে ব্যর্থ হয় তবে কটি দল নিয়ে পেশাদার লিগ হবে? তবে বাফুফে প্রফেশনাল ফুটবল লিগ কমিটির প্রত্যাশা-১৩ দলই অংশ নেবে দলবদলে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। জয়ী দলের ডিফেন্ডার ইয়াসিন খান জোড়া গোল করেন হেডের সাহায্যে। মূলত এরপরই তাকে নিয়ে টানা-হ্যাঁচড়া শুরু হযে যায় ক্লাবগুলোর মধ্যে। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছে প্রিমিয়ার লিগের বর্তমান শিরোপাধারী বসুন্ধরা কিংসই। আসন্ন লিগে তাদের জার্সি গায়ে চাপিয়েই মাঠ মাতাতে দেখা যাবে আলোচিত এই সেন্টারব্যাককে। সর্বশেষ শেখ রাসেল ক্রীড়া চক্রে খেলেন ২৫ বছর বয়সী ইয়াসিন। জানা গেছে শুক্রবারই বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। শুধু ইয়াসিন নয়, আরও দুই ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে কিংস। আগের গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবং ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলকে ধরে রেখেছে তারা। আগামী কয়েকদিনের মধ্যেই বাকি ফুটবলারদের সঙ্গেও চুক্তির কাজটা সেরে ফেলবে তারা। বাকিরা হচ্ছেন : গোলরক্ষক মিতুল হাসান এবং মাকসুদুর রহমান মোস্তাক, ডিফেন্ডার নুরুল নাঈম ফয়সাল, সুশান্ত ত্রিপুরা, উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম, মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু, আলমগীর কবির রানা, ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ এবং মতিন মিয়া। আরও জানা গেছে আবাহনীর ডিফেন্ডার তপু বর্মণ, মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ আর শেখ রাসেলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও উইঙ্গার বিপলু আহমেদও যোগ দিতে যাচ্ছেন কিংসে। সম্প্রতি অ-১৮ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নোফেলের কাছে হেরে রানার্সআপ হয় সাইফের যুব দল। সাইফের মূল দল এই যুব দলের ২৫ খেলোয়াড়দের সঙ্গে এক দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। সাইফের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন জনকণ্ঠকে জানান, ‘সাইফ যুব দলের কয়েকজন ফুটবলার এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফের মূল দলের হয়ে খেলবে। তবে সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না। আমরা কোয়ালিটি দেখে বাছাই করবো।’ সুমন আরও জানান, ‘গত লিগে সাইফের হয়ে যারা লিগে খেলেছিলেন, তাদের অধিকাংশকেই তারা রেখে দিয়েছেন। খুব বেশি হলে ২-৩ জন খেলোয়াড় নতুন আসবে। ভালমানের বিদেশী তিনজন খেলোয়াড় আনার চেষ্টা করছি। গত লিগে আমাদের হয়ে খেলা কলম্বিয়ায় দেইনার এবং রুয়ান্ডার বাইসেনজি এবারও আমাদের হয়ে খেলবেন।’ সাইফই বাংলাদেশের প্রথম ফুটবল ক্লাব, যারা মৌসুম শুরুর আগে বিদেশে গিয়ে (ভারতে) কন্ডিশনিং ক্যাম্প করেছিল। এবারও সে রকম পরিকল্পনা তাদের আছে বলে জানান সুমন। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ভাল দল গড়তে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। তবে রানার্সআপ ঢাকা আবাহনী কিছুটা বেকায়দায়। ক্যাসিনো কাণ্ডের পর মোহামেডান, আরামবাগ এবং মুক্তিযোদ্ধা সংসদ বেশ ঝামেলায় আছে। দলবদল শুরু হলেও ক্যাসিনো কাণ্ডে নাম জড়িয়ে পড়ায় আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি একেএম মমিনুল হক সাঈদ এখনও ফেরেননি সিঙ্গাপুর থেকে। এদিকে মুক্তিযোদ্ধা ২২ ফুটবলারকে টোকেন মানির চেক দিলেও তাদের মধ্যে ৪-৫ ফুটবলারের চেক ফেরত আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অন্য ক্লাব মোহামেডানের দল গোছানো নিয়ে সভায় বসেছেন পরিচালনা পর্ষদের সদস্যরা।
×