ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাইওয়ান থেকে চীনা পর্যটক বহিষ্কার

প্রকাশিত: ০৯:২০, ১০ অক্টোবর ২০১৯

তাইওয়ান থেকে চীনা পর্যটক বহিষ্কার

চীনের এক পর্যটককে বহিষ্কার করেছে তাইওয়ান। হংকংয়ে চলমান চীন বিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে দেশটিতে স্থাপিত ‘লেনন দেয়াল’ ভেঙ্গে ফেলার চেষ্টায় এই পর্যটককে বহিষ্কার করে তাইপে। হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের রঙিন আঁঠালো কাগজ ও নানা ধরনের সেøাগান লেখা পোস্টার দিয়ে হংকংয়ে এই দেয়াল তৈরি করেছে। এরূপ একটি দেয়াল তাইপেতেও স্থাপন করা হয়েছে। এসব দেয়ালের বেশিরভাগই হংকং ও তাইওয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে। হংকংয়ে গণতন্ত্রের দাবিতে চলা চার মাসের এই চীনবিরোধী বিক্ষোভে তাইওয়ানের তরুণরাও ব্যাপক সমর্থন জানিয়েছে। তবে লি শ্যাডং নামে এক চীনা পর্যটক সোমবার তাইপে বিশ্ববিদ্যালয়ের লেনন দেয়ালের পোস্টার ছিঁড়ে ফেলার সময় হাতেনাতে ধরা পড়েন। এরপর মঙ্গলবার তাকে তাইপে থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার তাইওয়ানের জাতীয় অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, পোস্টার ছেঁড়ার চেষ্টার জন্য লি শ্যাডংয়ের নামে অপরাধ কর্মকা-ের অভিযোগ আনা হয়েছে। -এএফপি
×