ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সিঙ্গাপুর সফর

প্রকাশিত: ০৯:২২, ১০ অক্টোবর ২০১৯

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সিঙ্গাপুর সফর

সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মধ্যকার সম্পর্ক উন্নতি লাভ করেছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লং এবং সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো মঙ্গলবার তাদের চতুর্থ বৈঠকে এ কথা উল্লেখ করেন। এ সময় তারা আশা প্রকাশ করেন যে, আগামী ৫ বছরে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। নিউ পেপার। দুই সপ্তাহের মধ্যে উইদোদোর দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার আগে তাদের মধ্যে এ বৈঠক হলো। উইদোদো ও তার নতুন ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিনের জোট গত এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে। তাদের জোট ৫৫ শতাংশ ভোট পায়। ইস্তানা প্রাসাদে দুই নেতার বৈঠকে লি পুনর্নির্বাচিত হওয়ার জন্য উইদোদোকে অভিনন্দন জানান এবং বলেন, তিনি উইদোদোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার প্রত্যাশা করছেন। লি বলেন যে, দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক উচ্চপর্যায়ে নিয়ে যেতে তিনি উইদোদো ও তার নতুন মন্ত্রিসভার সঙ্গে সম্পর্ক গভীর করার প্রত্যাশা করছেন।
×