ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলহাজ্ব টেক্সটাইলে উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৯:৩০, ১০ অক্টোবর ২০১৯

আলহাজ্ব টেক্সটাইলে উৎপাদন বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আলহাজ্ব টেক্সটাইল মিলসের কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সুতা বিক্রিতে বাজার পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ অনির্দিষ্ট সময়ের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ শ্রম আইনের ১৬(৭) ও ২০(২)(কঅ) ধারা অনুযায়ী কারখানার কর্মী ও শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুতা বিক্রিতে বাজার পরিস্থিতির কোন উন্নতি হলে কোম্পানিটির কারখানা পুনরায় চালু করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বিক্রি করবেন ইউনিয়ন ক্যাপিটাল উদ্যোক্তা শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালের এক পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমানের কাছে কোম্পানিটির ৭৮ লাখ ৬০ হাজার ৯০৫টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই পরিচালক। -অর্থনৈতিক রিপোর্টার
×