ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হকি সিরিজে ওমানের সঙ্গে ড্র বাংলাদেশের

প্রকাশিত: ১২:১৭, ১০ অক্টোবর ২০১৯

হকি সিরিজে ওমানের সঙ্গে ড্র বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন অনুর্ধ-২১ হকি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২-২ গোলে রুখে দিয়েছে ওমান। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া ওমান দ্বিতীয় ম্যাচে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয়। তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মাহবুব হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৪ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্নারে সমতায় ফেরে ওমান। ৪১ মিনিটে এবার রাশেদ আল ফাজারির ফিল্ড গোলে ২-১এ লিড নেয় ওমান। তবে ৪৩ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ২-২এর সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফারাজ গোল্ডকাপ ফুটবলের ফল স্পোর্টস রিপোর্টার ॥ ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে কমলাপুর স্টেডিয়ামে বুধবার দুটি কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়। এতে গণবিশ্ববিদ্যালয় ২-০ গোলে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ১-০ গোলে শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। প্রিমিয়ার কাবাডি সুপার লীগ স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন রেফ্রিজারেটর প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগের সুপারলীগে বুধবার পল্টনের কাবাডি স্টেডিয়ামে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ নৌবাহিনী ৫০-৩৩ পয়েন্টে বাংলাদেশ জেলকে, বাংলাদেশ পুলিশ ৫০-২৬ পয়েন্টে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে এবং বাংলাদেশ সেনাবাহিনী ৭৮-২৮ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারায়। বাংলাদেশ বিমানবাহিনী ৩৫-৩৫ পয়েন্টে বিজিবির সঙ্গে ড্র করে।
×