ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে একটি সেতু বদলে দিতে পারে ২০ হাজার মানুষের ভাগ্য

প্রকাশিত: ১৩:০০, ১০ অক্টোবর ২০১৯

মীরসরাইয়ে একটি সেতু বদলে দিতে পারে ২০ হাজার মানুষের ভাগ্য

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম, ৯ অক্টোবর ॥ একটি সেতু বদলে দিতে পারে কয়েক হাজার মানুষের ভাগ্য। মায়ানী, মঘাদিয়া ও সাহেরখালীর মোহনায় এই সাঁকো দিয়েই সাহেরখালী পয়েন্ট থেকে মৎস্য,কাঁকড়া, উপকূলীয় বন থেকে আহরিত জ্বালানি ও নানা খাদ্যদ্রব্য প্রতিদিন ১৩নং মায়ানী, ১৪নং হাইতকান্দি ও ১৬নং সাহেরখালী ইউনিয়নসহ মীরসরাইয়ের বিভিন্ন স্থানে যায়। সকলেই অনেক দুর্ভোগের মধ্য দিয়ে পাড়ি দেয় এই সাঁকো। এলাকাবাসীর দীর্ঘকালের দাবি খালের ওপর ব্রিজ নির্মাণের। উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন সাহেরখালী স্লুইগেটে যাওয়ার একমাত্র খাল তিন যুগের বেশি সময় ধরে হাজার হাজার মানুষের ভাগ্যের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন এলে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও নির্বাচনের পরে কেউ আর খবর নেন না উন্নয়ন বঞ্চিত চরাঞ্চলবাসীর। উপজেলার মায়ানী, মঘাদিয়া ও সাহেরখালী ইউনিয়নের সংযুক্ত এ খালের পাশের তিনটি ইউনিয়ন প্রায় ২০ হাজার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এলাকার বাসিন্দা দিনবন্ধু জলদাস জানান, এই সাঁকো দিয়ে দৈনিক ৪/৫ হাজার মানুষ চলাচল করে, জলদাসের তিন গ্রামের একটি নামকরা সøুইসগেট সাহেরখালী সøুইজগেট। এই ঘাটে দৈনিক হাজার হাজার টাকার মাছ বিক্রি হয়। একটি সেতু নির্মিত হলে এখানে বসবাসরত মানুষ্যের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।
×