ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

নতুনরূপে প্রিয়াঙ্কা চোপড়া ॥ দ্য স্কাই ইজ পিঙ্ক

প্রকাশিত: ১৩:২৫, ১০ অক্টোবর ২০১৯

নতুনরূপে প্রিয়াঙ্কা চোপড়া ॥ দ্য স্কাই ইজ পিঙ্ক

গত তিন বছরে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন কোন হিন্দী সিনেমা মুক্তি পায়নি। সাবেক মিস ওয়ার্ল্ড এই বলিউড তারকা অভিনেত্রী এখন মার্কিন মুল্লুকে নতুন ঠিকানা গড়েছেন নিজের জন্য। গায়ক নিক জোনাসকে বিয়ের পর এখন তার বেশিরভাগ সময় কাটে স্বামীর সঙ্গে বলিউডের পাশাপাশি হলিউডে প্রিয়াঙ্কার পদ চারণা শুরু হয়েছে আরও আগেই। জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকা’ এবং হলিউডি এ্যাকশন সিনেমা ‘বেওয়াচ’ এ অভিনয়ের সুবাদে, গায়িকা হিসেবে কয়েকটি জনপ্রিয় গানের অভূতপূর্ব জনপ্রিয়তার কারণে প্রিয়াঙ্কা এখন গ্লোবাল আইকন। তার পরিচিতি এবং জনপ্রিয়তা শুধুমাত্র ভারত কিংবা এই উপমহাদেশেই সীমাবদ্ধ নয়। প্রিয়াঙ্কার পরিচিতি ও জনপ্রিয়তার গ-ি এখন বিশ্বজুড়ে বিস্তৃত। ফলে নিজ দেশের বলিউডি সিমেনায় তার কর্মব্যস্ততা অনেকটাই কমে এসেছে। তাকে নিয়ে নানা খবর-গুজব-গুঞ্জনে মিডিয়া বেশ সরগরম ছিল গত কয়েক বছর ধরে। রুপালি পর্দায় অনুপস্থিতি থাকলে অনেক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রিয়াঙ্কা। দেশী গার্লকে দর্শক সহজে ভুলতে পারেনি। গত বছর বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দুরবস্থা স্বচক্ষে দেখতে এবং সহানুভূতি জানাতে তিনি বাংলাদেশে এসেছিলেন। রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন এসে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছিলেন প্রিয়াঙ্কা। মোটকথা, বহুমুখী প্রতিভার অধিকারী জনপ্রিয় চিত্রতারকার রুপালি পর্দায় দীর্ঘ অনুপস্থিতি তার অনুরাগী ভক্ত-দর্শকদের মনে নানা কৌতূহল প্রশ্নের উদ্রেক করলেও তিনি ছিলেন অনেকটাই নিরুত্তাপ, নিস্পৃহ। সিনেমার পর্দায় নিজের অনুপস্থিতি নিয়ে তেমন কোন হতাশা কিংবা দুঃখবোধও ছিল না তার। তবে তিনি একটি ভাল সুযোগের অপেক্ষায় ছিলেন আগামী বছর বলিউডের হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রিয়াঙ্কার ২০ বছর পূর্ণ হবে। মাত্র ১৭ বছর বয়সে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০ বছরে অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিশ্ব সুন্দরীর খেতাব নিয়ে আরও অনেকেই বলিউডে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। তবে প্রিয়াঙ্কার মতো এতটা দীর্ঘসময় ধরে নিজেকে উজ্জ্বলভাবে ভাল একটি অবস্থানে ধরে রাখতে পারেননি। এক্ষেত্রে আরেক বিশ্ব সুন্দরী বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকেও পেছনে ফেলেছেন তিনি। তার বয়স এখন ৩৭ চলছে। প্রিয়াঙ্কা বিয়ে করেছেন একজন ভিনদেশী গায়ককে। যার বয়স তার চেয়ে ১০ বছর কম। এ নিয়ে কম সমালোচনা এবং বিতর্ক হয়নি। বিরূপ কটু সমালোচনা শুনতে হয়েছে তাকে। কিন্তু কিছুতেই বিচলিত কিংবা বিভ্রান্ত হননি প্রিয়াঙ্কা। দশ বছরের ছোট স্বামীকে নিয়ে দিব্যি ঘর সংসার করে যাচ্ছেন। ‘এতরাজ’ ‘হিয়াকিন’, ‘ক্রিশ’, ‘ডন, ‘ফ্যাশন’, ‘দোস্তানা’, ‘কামিনে’, ‘সাত খুন মাফ’, ‘ডন টু’, অগ্নিপথ’ ‘বরফি’, জানজির, ‘ক্রিশ থ্রি’, ‘গু-ে’, ‘মেরিকম’, ‘দিল ধাড়কানো দো’, ‘বাজিরাও মাস্তানি’, ‘জয় গঙ্গাজল’ ছবিগুলোতে তার বিচিত্র রোলে দুর্দান্ত অভিনয় প্রমাণ করেছে তার অসাধারণ যোগ্যতা। সুন্দরী হওয়ার পাশাপাশি তিনি যথেষ্ট মেধাবী এবং সৃজনশীল। অভিনেত্রী হিসেবে সেরা কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার এ্যাওয়ার্ডসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন প্রিয়াঙ্কা। দীর্ঘ তিন বছর অনুপস্থিতির পর তিনি আবার নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। তার অভিনীত নতুন বলিউড সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মু্িক্ত পাচ্ছে এ সপ্তাহে। এ ছবিতে প্রিয়াঙ্কাকে সম্পূর্ণ নতুন একটি চরিত্রে দেখা যাবে। এখানে দুই তরুণ বয়সী সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের গুণী চিত্র নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার। ২৫ বছর ঘর সংসার করা এক দম্পতির জীবনের নানা গল্প উঠে এসেছে তাদের ১৮ বছর বয়সী কন্যার জবানীতে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মেয়েটি তার বাবা-মায়ের অসাধারণ প্রেমময় জীবনের নানা গল্প তুলে ধরে। সাদামাটা জীবনের অসাধারণ গল্প ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির আগেই দর্শক-সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষভাবে কৌতূহলী করেছে। এখানে প্রিয়াঙ্কা ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত তন্বী অভিনেত্রী জায়রা ওয়াসিমের মা সাজতে দ্বিধা সঙ্কোচ করেননি। বরং মনপ্রাণ ঢেলে অভিনয় করেছেন, এ ছবির গল্প এবং নিজের অভিনীত মায়ের চরিত্রের সঙ্গে ব্যক্তি জীবনের অনেক মিল খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা। ‘আমি যে চরিত্রে অভিনয় করেছি সেই অদিতি চরিত্রটির মধ্যে আমার নিজের মায়ের অনেক কিছুই মিল খুঁজে পেয়েছি। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করি, সম্প্রতি এক সাক্ষাতকারে বলেন পিসি।
×