ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রি ২০১৯ এ্যাওয়ার্ড প্রদান

প্রকাশিত: ১৩:৩৮, ১০ অক্টোবর ২০১৯

বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রি ২০১৯ এ্যাওয়ার্ড প্রদান

স্টাফ রিপোর্টার ॥ জড়োয়া হাউস ও আইস টুডে বাংলাদেশের ওয়েডিং ইন্ডাস্ট্রি প্রসারের জন্য প্রথমবারের মতো বার্ষিক পুরস্কার প্রদান শুরু করেছে। রূপচর্চা বিষয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ও বিষয়ের ছবি শিল্পের দেশীয় উদ্যোক্তাদের এক ছাদের নীচে নিয়ে এসেছে ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ এ্যাওয়ার্ড ২০১৯’। রাজধানীর মেরিডিয়ানের স্কাই বলরুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের এ্যাওয়ার্ড প্রদান করা হয় শনিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান দুই ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। আইস টুডে স্পেশাল এ্যাওয়ার্ড ক্যাটাগরিতে রূপচর্চা শিল্পে নতুন ধারা সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে পারসোনা, দশকসেরা বিষয়ের অঙ্গসজ্জাকারী হিসেবে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন, উদীয়মান রূপচর্চা প্রতিষ্ঠান হিসেবে অরা বিউটি লাউঞ্জ, সবচেয়ে সফল চুল সাজিয়ে হিসেবে বানথাই, অলঙ্কার শিল্পের কিংবদন্তি হিসেবে জড়োয়া হাউসের এমডি বাদল রায়, কনের পোশাক সাজানোয় আজীবন সম্মাননা স্বীকৃতি হিসেবে রিনা লতিফ, কনের সেরা ঐতিহ্যবাহী পোশাকের জন্য বেনারশি কুঠি, পুরুষের পোশাক শিল্পে নতুন ধারা সৃষ্টিকারী হিসেবে মেহরুজ মুনির এবং বিষয়ের ছবি শিল্পে বিশেষ অবদানের জন্য প্রীত রেজা ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ এ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছেন। ব্রাইডাল বিউটি ইন্ডাস্ট্রি, ওয়েডিং প্যানিং এ্যান্ড ডেকোরেশন এবং ওয়েডিং ফটোগ্রাফি ক্যাটাগরিতে জুরি এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ব্রাইডাল বিউটি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে বিষয়ের সেরা প্রসাধন শিল্পী হিসেবে সেপন্ডর বাই আনিকা বুশরার আনিকা বুশরা, কনের রূপসজ্জায় সেরা সেলুন হিসেবে গালা মেকওভার স্টুডিও এ্যান্ড স্যালন বাই নাভিন আহমেদ এ্যাওয়ার্ড জিতেছে। ওয়েডিং প্যানিং এ্যান্ড ডেকোরেশন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড পেয়েছে এনচ্যান্টেড ইভেন্টস এ্যান্ড প্রিন্টস এবং ইভেন্ট টাচ ইন্টারন্যাশনাল। ওয়েডিং ফটোগ্রাফি ক্যাটাগরিতে বেস্ট ওয়েডিং সার্ভিসের জন্য আর্টল্যান্ড, বেস্ট প্রডাকশন হাউস হিসেবে চেকমেট ইভেন্টস এবং বেস্ট ওয়েডিং ফিল্মমেকার অব দ্য ইয়ার হিসেবে ওয়েডিং ডায়েরি এ্যাওয়ার্ড পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ-প্রধান জোয়ান ওয়েঙ্গার। জুরি দলে ছিলেন প্রখ্যাত প্রসাধন শিল্পী ফারজানা শাকিল, কাজী আইসিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব, দ্য ডেইলি ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, দ্য ডেইলি নিউ এজের ফিচার সম্পাদক কনকা করিম, প্রখ্যাত ফটো সাংবাদিক দীন মোহাম্মদ শিবলি, আইস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক নওশিন খায়ের এবং আইস টু ম্যাগাজিনের ফ্যাশন সম্পাদক গৌতম সাহা।
×