ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প ॥ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি-রোবট

প্রকাশিত: ১২:৪৮, ১১ অক্টোবর ২০১৯

ছ বি র  গ ল্প ॥ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি-রোবট

পছন্দের খাবারের অর্ডার দিলেই সেটি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে পণ্যবাহী রোবটটি। চাইলে কারও সাহায্য ছাড়াই লিফটে করে ভবনের নির্দিষ্ট তলায় ক্রেতার কাছেও পৌঁছে দেবে। চীনের বেইজিং, শেনজেন এবং জাপানের টোকিও শহরের নির্দিষ্ট স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবটটির কার্যক্রম পরীক্ষা করছে চীনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান মেইতুয়ান ডায়ানপিং। সূত্র : ডেইলি মেইল
×