ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সময় এখন সাকিবের!

প্রকাশিত: ২৩:৩০, ১১ অক্টোবর ২০১৯

সময় এখন  সাকিবের!

অনলাইন ডেস্ক ॥ নিজের ক্যারিয়ারে এমন সময় খুব কমই কাটিয়েছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমান পারদর্শী হওয়ায়, কখনও ব্যাটিংয়ে খারাপ করলেও বল হাতে সেটি পুষিয়ে দেন; আবার কখনও বোলিংটা খারাপ হলে ব্যাট হাতে ছাড়িয়ে যান নিজেকে। কিন্তু দুটোতেই একসঙ্গে ব্যর্থতা, তাও আবার পরপর দুই ম্যাচে- এ ব্যাপারের সঙ্গে খুব একটা পরিচিত নয় সাকিব আল হাসানের ভক্ত-সমর্থকরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এটির মুখোমুখিই হতে হলো সাকিবকে। টানা দুই ম্যাচে ব্যাটি-বোলিং উভয়টিতেই ব্যর্থ সাকিব। সিপিএলের প্রথম কোয়ালিফায়ারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩০ রানে হেরে গিয়েছিল সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস। সে ম্যাচে বল হাতে ৪ ওভারে ৪৬ রান খরচ করার পর ব্যাটিংয়ে নেমে আউট হয়ে যান মাত্র ৫ রান করে। আজ টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষেও একই চিত্র। দল ১২ রানের ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেলেও, সাকিব সাফল্য পাননি কোনো। আগে ব্যাট করে দলের ওপেনার জনসন চার্লসের রক্ষণাত্মক ব্যাটিংয়ে স্লথ হয়ে আসা রানের চাকা দ্রুত ঘোরানোর চেষ্টায় ১টি করে চার ও ছক্কা হাঁকান বাঁহাতি অলরাউন্ডার সাকিব। কিন্তু টিকতে পারেননি বেশিক্ষণ। ইনিংসের নবম ওভারে বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ১২ বলে ১৮ রান করেন সাকিব। পরে বোলিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই সুনিল নারিনের কাছে ৪টি চার হজম করেন সাকিব, খরচ করেন ১৬টি রান। ফলে সাকিবকে আর আক্রমণেই রাখেননি বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। পরে ম্যাচের পরিস্থিতি যখন বার্বাডোজের নিয়ন্ত্রণে আসার পথে তখন ১৩তম ওভারে আক্রমণে এসে আবার ১১ রান খরচ করেন সাকিব। দুই ওভারে মোট ২৭ রান দিয়ে ফেলায় সাকিবকে দিয়ে বাকি দুই ওভার বোলিং করানোর ঝুঁকি নেননি হোল্ডার। তবে এ দুই ম্যাচের ব্যর্থতা ঢাকার সুযোগ রয়েছে সাকিবের সামনে। শনিবার রাতে ফাইনালে গায়ানার মুখোমুখি হবে বার্বাডোজ। সে ম্যাচে নিজের সেরাটা দিতে পারলেই দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি নিজেও ধুয়ে মুছে ফেলতে পারবেন গায়ে লাগা ব্যর্থতার দাগ।
×