ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগারওয়ালের দুরন্ত ধারাবাহিকতার নেপথ্যে

প্রকাশিত: ০১:৪৬, ১১ অক্টোবর ২০১৯

আগারওয়ালের দুরন্ত ধারাবাহিকতার নেপথ্যে

অনলাইন ডেস্ক ॥ দুটো ইডলি। সঙ্গে নারকোলের চাটনি আর সম্বর। মায়াঙ্ক আগারওয়ালের চলতি সিরিজে দুরন্ত ধারাবাহিকতার কারণ নাকি এগুলোই। সতীর্থ চেতেশ্বর পূজারার কাছে তেমনই ফাঁস করলেন মায়াঙ্ক। বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টেস্টে ভারতের ২০৩ রানে জেতার নেপথ্যে বড় ভূমিকা ছিল মায়াঙ্কের দ্বিশতরানের। পুণেয় সিরিজের দ্বিতীয় টেস্টেও প্রোটিয়া বোলারদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে ১০৮ রান করেছেন মায়াঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুই টেস্টে শতরানের কৃতিত্বে স্পর্শ করেছেন মোহম্মদ আজহারউদ্দিন, সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগদের রেকর্ড। বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে এক ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে পূজারার সঙ্গে কথা বলতে দেখা যায় মায়াঙ্ককে। রোহিত শর্মার দ্রুত আউটের ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক-পূজারা যোগ করেছিলেন ১৩৮ রান। সেই জুটিকেই দেখা গেল মজার কথোপকথনে। সেখানেই পূজারা জিজ্ঞাসা করেন, গত কয়েক দিন ধরে কী খাচ্ছেন মায়াঙ্ক। উত্তরে তাঁর ইডলি-ডায়েটের কথা শোনান তিনি। মানসিক শৃঙ্খলার কথাও বলেন মায়াঙ্ক। তাঁর মতে, “ভাল লাগছে টানা দু’টো শতরান পেয়ে। এটা দুর্দান্ত অনুভূতি। দূরপাল্লার দৌড় প্রচুর করেছি আমি। ধ্যান করেছি। নিজের খেলা নিয়েও খেটেছি। পুরোটাই হল মানসিক ভাবে শৃঙ্খলাবদ্ধ থাকা।” সূত্র : আনন্দবাজার পত্রিকা
×