ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনপ্রিয় কয়েকটি রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যার টুল

প্রকাশিত: ০৬:৩১, ১২ অক্টোবর ২০১৯

  জনপ্রিয় কয়েকটি রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যার টুল

কম্পিউটারের উইন্ডোজে ব্যবহৃত রেজিস্ট্রির এন্ট্রিগুলোর থেকে অপ্রয়োজনীয় বা আউটডেটেড এন্ট্রিগুলোকে মুছে দেওয়ার কাজে রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যার ব্যবহার করা হয়। নতুন সফটওয়্যার ইনস্টল করার আগে যদি আগের সফটওয়্যারের এন্ট্রি সঠিকভাবে মুছে না ফেলেন তাহলে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে। পাঠকদের সুবিধার্থে জনপ্রিয় কয়েকটি রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যারের কথা তুলে ধরা হলো এ লেখায়- সিসিক্লিনার এই সফটওয়্যারটি ইতোমধ্যে অনেকেই ব্যবহার করে থাকেন। এই ফ্রি টুলটি পিসির বেস্ট অপটিমাইজেশন সফটওয়্যার হিসেবে বলা যায়। টুলটিতে অন্যান্য ইউটিলিটির সঙ্গে রয়েছে ইনবিল্ট রেজিস্ট্রি ক্লিনার যা দিয়ে অন্য যে কোন রেজিস্ট্রি ক্লিনারের মতোই আপনার পিসির অব্যবহৃত এবং অকেজো রেজিস্ট্রিগুলোকে ক্লিন করে নিতে পারবে। এছাড়াও রেজিস্ট্রিগুলোকে ক্লিন করার আগে আপনি সিসিক্লিনার দিয়ে রেজিস্ট্রিগুলোর ব্যাকআপও নিয়ে রাখতে পারবেন। সিসিক্লিনার ডাউনলোড করতে পারবেন https:/www.ccleaner.com/ থেকে। উইস রেজিস্ট্রি ক্লিনার ব্যবহারকারীদের ইন্টারফেসের ডিজাইনের ব্যাপারে যদি কথা বলি তাহলে সিসিক্লিনারের চেয়ে উইস রেজিস্ট্রি ক্লিনার এগিয়ে রয়েছে। কারণ-এর উইআই বা ভিজুয়াল এ্যাপারেন্স টুল সিসি ক্লিনারের চেয়ে বেশ কর্যকর। কিন্তু একটি রেজিস্ট্রি ক্লিনারের ভিজুয়াল ডিজাইনের চেয়ে তার ম্যানেজমেন্ট বেশি মেটার করবে। উইস রেজিস্ট্রি ক্লিনার টুলটিতে আপনি দুটি মুড পাবেন। একটি হচ্ছে ফার্স্ট স্ক্যান এবং আরেকটি হচ্ছে ডিপ স্ক্যান। আর এখানে বোনাস হিসেবে পাবেন রেজিস্ট্রি ডিফ্রাগ অপশন। উইস রেজিস্ট্রি ক্লিনার ডাউনলোড করা যাবে http:/www.wisecleaner .com/wise-registry-cleaner.html? c=1 ঠিকানা থেকে। অসলজিক্স রেজিস্ট্রি ক্লিনার অসলজিক্স রেজিস্ট্রি ক্লিনার স্টুডিও ফ্রি রেজিস্ট্রি ক্লিনার রয়েছে আমাদের আজকের লিস্টের তৃতীয় স্থানে। এই টুলটি আপনার পিসির যাবতীয় অকেজো রেজিস্ট্রিকে ক্যাটাগরি আকারে লিস্ট হিসেবে উপস্থাপন করবে। এই লিস্ট থেকে যেগুলোকে আপনি ফিক্স করতে না চান সেগুলোর থেকে টিকচিহ্ন উঠিয়ে নিতে পারেন। তবে এই টুলটির ইউআই তেমন আকর্ষণীয় নয়। আর এই টুলটিও রেজিস্ট্রি ক্লিন করার আগে সেগুলোর ব্যাকআপ নিয়ে থাকে। তবে আপনি চাইলে এই অটোমেটিক ব্যাকআপ প্রসেসটি বন্ধ করে রাখতে পারেন। এছাড়াও ক্লিনকৃত রেজিস্ট্রিকে আপনি ফিরিয়েও আনতে পারবেন রিডিউস সেন্টারের মাধ্যমে। রেজিস্ট্রি ক্লিনারটি ডাউনলোড করতে পারবেন https:/www.auslogics. com/en/software/ registry-cleaner/ ঠিকানা থেকে। গ্যালারিসফট রেজিস্ট্রি রিপেয়ার গ্যালারিসফট রেজিস্ট্রি রিপেয়ার টুলটির একটি কাজের জিনিস। টুলটি চালু করা মাত্রই অটোমেটিকভাবে আপনার পিসির রেজিস্ট্রি স্ক্যান করা শুরু করবে। আর রেজাল্টগুলোকেও আপনি ক্যাটাগরি আকারে দেখতে পারবেন। রেজিস্ট্রিগুলো ক্লিন করার আগে অটোমেটিক ব্যাকআপ করার অপশনও আপনি পেয়ে যাবেন। আর টুলটির দ্বারা রেজিস্ট্রির ক্লিন করার পরেও সেগুলোকে দরকার পড়লে রিস্টোর করতে পারবেন। সফটওয়্যারটি পাওয়া যাবে www. glarysoft.com/ registry-repair/ ঠিকানায়। স্লিমক্লিনার ফ্রি স্লিমক্লিনার ফ্রি রেজিস্ট্রি ক্লিনারের ফ্রি সংস্করণটি রয়েছে আজকের লিস্টের ৫ম স্থানে। স্লিমক্লিনার ফ্রি দিয়ে আপনি শুধু রেজিস্ট্রি নয় বরং উইন্ডোজের প্রায় সকল প্রকারের ক্লিনিং কার্যক্রম করতে পারবেন। তবে শুরুর দিকে সব অপশন বক্সে টিক চিহ্ন দেওয়া থাকায় আপনাকে নির্দিষ্ট করে সেটিং করে নিতে হবে। স্লিমক্লিনার ফ্রি ডাউনলোড করতে পারবেন https:// slimware.com/ slimcleaner ঠিকানা থেকে। ইজি ক্লিনার ইজি ক্লিনার আমাদের আজকের লিস্টের সব থেকে মিনিমালিস্টিক গ্রাফিক্স ইউআই এবং অপশন রয়েছে এই ইজি ক্লিনার টুলটিতে। কারণ এই ছোট্ট টুলটিকে মাত্র একজন বানিয়েছেন, কোন স্টুডিও নয়। আর বলাবাহুল্য যে টুলটির ভিজুয়াল আপডেট ২০০৫ সালের পর আর করা হয়নি। তবে আউটডেটেড ডিজাইন থাকলেও টুলটি দিয়ে আপনি রেজিস্ট্রি ক্লিন করার পাশাপাশি ডুপ্লিকেট ফাইল খুঁজতে পারবেন, অদরকারী শর্টকার্টকে খুঁজে নিয়ে মুছতে পারবেন, স্টার্টআপ প্রোগ্রামগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ব্রাউজারের কুকিস ডিলেট করতে পারবেন হিস্টোরিও ক্লিয়ার করতে পারবেন। ইজি ক্লিনার ডাউনলোড করতে পারবেন https://www.telia.fi/ palvelupaattynyt#download ঠিকানা থেকে। আর্জেন্ট রেজিস্ট্রি ক্লিনার আর্জেন্ট রেজিস্ট্রি ক্লিনার আমার নিজের করা টেস্টে লিস্টের অন্যান্য সকল টুলসের চাইতে এই আর্জেন্ট রেজিস্ট্রি ক্লিনার টুলটি স্ক্যান করতে সব থেকে বেশি সময় নিয়েছিল। এই টুলটিতে রয়েছে ইন্টারফেস যেখানে আপনি স্ক্যান ক্যাটাগরিকে ম্যানুয়ালভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন অথবা অটোমেটিকও রাখতে পারবেন। টুলটির ডিজাইন ততটা চমৎকার নয়। আর্জেন্ট রেজিস্ট্রি ক্লিনার দিয়ে রেজিস্ট্রি একবার ক্লিন করার পর, পরবর্তী ক্লিন করার আগ পর্যন্ত আপনি ডিলেটকৃত রেজিস্ট্রিগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবেন। এই টুলটিতে রয়েছে অটোমেটিক ক্লিনিং অপশন। এছাড়াও টুলটির পোর্টেবল সংস্করণও রয়েছে। টুলটি ডাউনলোড করতে পারবেন https:// argenteutilities.com/en/downloads ঠিকানা থেকে। জেটক্লিন জেটক্লিন আমাদের আজকের সেরা ১০টি উইন্ডোজ রেজিস্ট্রি ক্লিনারের লিস্টের সর্বশেষ স্থানে রয়েছে। টুলটি দিয়ে আপনি আপনার পিসির রেজিস্ট্রি পরিষ্কার করার পাশাপাশি উইন্ডোজ ক্লিন, এ্যাপস ক্লিন, শর্টকাট ক্লিন এবং imsonormal;No Spacing; আইটি. কম ডেস্ক
×