ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন ৫ মডেলের ল্যাপটপ

প্রকাশিত: ০৬:৩২, ১২ অক্টোবর ২০১৯

 নতুন ৫ মডেলের ল্যাপটপ

নতুন ৫ মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশে তৈরি উচ্চমানের ওই ল্যাপটপের ৩টি ফ্যাশন সিরিজের। যেগুলোর মডেল বিএক্স৩৮০০, বিএক্স৫৮০০ এবং বিএক্স৭৮০০০। আর ট্যামারিন্ড সিরিজের ল্যাপটপ দুটির মডেল হলো ইএক্স৫৮০০ এবং ইএক্স৭৮০০। দাম ৩৭,৯৫০ টাকা থেকে ৬৯,৫৫০ টাকার মধ্যে। ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং কম্পিউটার বিভাগের সিইও ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত নতুন এই ল্যাপটপগুলো তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। দেশীয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা, রুচি এবং ক্রয়ক্ষমতার কথা বিবেচনা রেখে এগুলোর কনফিগারেশন ও দাম নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেটের পাশাপাশি ই-কমার্স জায়ান্ট এ্যামাজনের মাধ্যমে আমেরিকায়ও ল্যাপটপগুলো বিক্রি হবে। বাজারের অন্যান্য ব্র্যান্ডের একই কনফিগারেশনের ল্যাপটপের চেয়ে এই ডিভাইসগুলো দামে অনেক সাশ্রয়ী। ল্যাপটপগুলোর অন্যতম ফিচার প্রিমিয়াম এবং এলিগ্যান্ট মেটালিক ডিজাইন, ১৪ ইঞ্চির এইচডি এবং ফুল এইচডি আইপিএস ম্যাট এলসিডি ডিসপ্লে, ইন্টেলের অষ্টম প্রজন্মের প্রসেসর, এইচডি এবং ইউএইচডি ৬২০ গ্রাফিক্স, ৪ থেকে ৮ জিবির ডিডিআরফোর র‌্যাম, ১ টেরাবাইট হার্ড ড্রাইভ, ইংরেজীর পাশাপাশি বিল্ট-ইন বাংলা ফন্ট সমৃদ্ধ মাল্টি-ল্যাংগুয়েজ কীবোর্ড, ১ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা, ৪৩০ থেকে ৪৮০ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, দুই বছরের ওয়ারেন্টি ইত্যাদি। ৭,৪৯৯ টাকায় ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রমের নচ ডিসপ্লে ফোন নচ ডিসপ্লেযুক্ত সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিল ওয়ালটন। ‘প্রিমো এইচএইট প্রো’ মডেলের ওই ফোনে রয়েছে ৩জিবি র‌্যাম, ৩২ জিবি রম, অক্টাকোর প্রসেসর, শক্তিশালী ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। অনলাইনের ই-প্লাজায় প্রি-অর্ডার বা আগাম ফরমায়েসে মাত্র ৭,৪৯৯ টাকায় ফোনটি কেনা যাচ্ছে। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ই-প্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaya.waltonbd.com) ওয়েবসাইট-এর মাধ্যমে ফোনটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে। ক্যাশ অন ডেলিভারিতে ১টি এবং বিকাশ কিংবা ডেবিট-ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে একজন ক্রেতা সর্বোচ্চ ৫টি ফোনের প্রি-অর্ডার দিতে পারবেন। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে একাধিক ফোনের অর্ডারে ইএমআই (মান্থলি ইক্যুয়াল ইনস্টলমেন্ট) সুবিধা পাবেন ক্রেতারা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রি-অর্ডার দেয়া গ্রাহকরা হ্যান্ডসেটটি হাতে পাবেন। ক্রেতারা তাদের পছন্দের ওয়ালটন প্লাজা থেকে ফোনটি নিজে সংগ্রহ করতে পারবেন। রয়েছে হোম ডেলিভারি নেয়ারও সুযোগ। ওয়ালটন সূত্রে জানা গেছে, ক্যামেলিয়ন ব্ল্যাক, সাইয়ান ব্লু এবং রেড এই তিনটি আকর্ষণীয় রঙের নতুন এই ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫.৭১ ইঞ্চির ১৫২০ বাই ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের পর্দা, এ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ এ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, পিডিএএফ প্রযুক্তির বিএসআই ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ইত্যাদি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন ক্রেতা। ই-প্লাজায় ওয়ালটন এসিতে মূল্যছাড় অনলাইনের ই-প্লাজা থেকে এয়ার কন্ডিশনার কেনায় ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন। ‘সামার গন অফার’-এর আওতায় যে কোন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaya.waltonbd.com) থেকে সব ধরনের এসি কেনায় পুরো সেপ্টেম্বর মাসজুড়ে এ সুযোগ উপভোগ করা যাবে। অনলাইন থেকে কেনা ওয়ালটন এসিতে রয়েছে ফ্রি ইন্সটলেশন সুবিধা। ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং এসির সিইও মোহাম্মদ তানভির রহমান বলেন, ২০১৮ সালের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ১২২ শতাংশ বেশি এসি বিক্রি হয়েছে। ২২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ওয়ালটন এখন দেশের এসি বাজারের শীর্ষে। ওয়ালটন এসির প্রতি ক্রেতাদের এ আস্থার ফলে ই-প্লাজায় বিশেষ ডিসকাউন্ট দেয়া হচ্ছে। বর্তমানে বাজারে রয়েছে ১, ১.৫ এবং ২ টনের ১৫ মডেলের ওয়ালটন স্লিট এসি। ই-প্লাজায় মূল্যছাড়ে এগুলো মাত্র ৩৩,২১০ টাকা থেকে ৬৮,৭৬০ টাকায় কেনা যাবে। ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ওয়ালটনের ইনভার্টার এসির কম্প্রেসরে রয়েছে ১০ বছরের ওয়ারেন্টি। বিশ্বের যে কোন স্থানে বসেই ই-প্লাজা থেকে এসিসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে। অনলাইন থেকে কেনা পণ্য ৩৩৮টি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারাদেশে ডেলিভারি দেয়া হচ্ছে। প্রি অর্ডারে সাড়া ফেলেছে ওয়ালটন প্রিমো এইচএইট প্রো প্রযুক্তিপণ্যের বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচার সংবলিত উচ্চমানের স্মার্টফোন দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে দেশীয় এই প্রতিষ্ঠান। দেশেই নিজস্ব কারখানায় দারুণ সব স্মার্টফোন তৈরি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে ছেড়েছে প্রিমো এইচএইট প্রো। প্রিমিয়াম মানের এই ফোনে ওয়ালটন দিয়েছে বড় পর্দার নচ ডিসপ্লে, ৩জিবি র‌্যাম, ৩২ জিবি রম, অক্টাকোর প্রসেসর, শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। ফলে প্রি-অর্ডারে ‘প্রিমো এইচএইট প্রো’ এন্টি লেভেলের ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘সবার জন্য নচ ডিসপ্লে’ দেয়ার লক্ষ্যে অবমুক্ত করা হয় ‘প্রিমো এইচএইট প্রো’। প্রি-অর্ডার দেয়া ক্রেতাদের জন্য দাম ধরা হয় মাত্র ৭,৪৯৯ টাকা। অনলাইনের ই-প্লাজায় ফোনটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। একসঙ্গে বিপুল পরিমাণ ক্রেতা ওয়ালটনের ওয়েবসাইটে প্রবেশ করায় তাদের সামাল দিতে সার্ভার এবং আইটি কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে। তিনি বলেন, প্রিমো এইচএইট প্রো স্মার্টফোনে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়ায় আমরা অভিভূত। যারা প্রি-অর্ডার দিয়েছেন, তাদের কাছে ডিভাইসটি হস্তান্তর করা হচ্ছে। ব্যবহারকারীরা এই ফোনটিকে দেশের সেরা বাজেট ফোন বলছেন। খুব শীঘ্রই দেশের সব ওয়ালটন প্লাজা, ওয়ালটন মোবাইল ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে সব ক্রেতার জন্য ফোনটি উন্মুক্ত করা হবে। ওয়ালটন সূত্রে জানা গেছে, ক্যামেলিয়ন ব্ল্যাক, সাইয়ান ব্লু এবং রেড এই তিনটি আকর্ষণীয় রঙের ফোনটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৫.৭১ ইঞ্চির এইচডি প্লাস নচ ডিসপ্লে, এ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, ৩জিবি ডিডিআর৪ র‌্যাম, ৩২ জিবি রম, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ৩৫২০ মিলিএ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ এ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, পিডিএএফ প্রযুক্তির বিএসআই ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ইত্যাদি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন ক্রেতা। আইটি. কম ডেস্ক
×