ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে শুরু হলো সপ্তাহ ব্যাপী ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব

প্রকাশিত: ০৪:৩১, ১২ অক্টোবর ২০১৯

যশোরে শুরু হলো সপ্তাহ ব্যাপী ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ‘দ্রোহ প্রেম ও ঐতিহ্যের স্বপ্নযাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে শুরু হলো সপ্তাহ ব্যাপী ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব। আজ শনিবার বিকালে এই নাট্যোৎসবের উদ্ধোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য আনোয়ার হোসেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জামাল হোসেন, যশোরের পুলিশ সুপার মঈনুল হক, সংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবর্তণ যশোরের সভাপতি সানোয়ার আলম দুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবর্তণ যশোরের সাধারন সম্পাদক আতিকুজ্জামান রনি। নাট্যোৎসবের আয়োজন করছে বিবর্তন যশোর। বিবর্তন যশোরের তিন দশক পূর্তি উপলক্ষ্যে এই নাট্যোৎসবের আয়োজন। এই নাট্যোৎসবে বাংলাদেশ ও ভারতে ৮টি নাটক মঞ্চস্থ হবে। ভারতের অঙ্গন বেলঘরিয়া, যুগেরযাত্রী চন্দন নগর ও কোলকাতার প্রাচ্য কলকাতার চারটি নাট্যদল এই উৎসবে অংশ নিচ্ছে। এছাড়া ঢাকার লোক নাট্যদল, প্রাঙ্গণেমোর, চুয়াডাঙ্গার দর্শনার অর্নিবান থিয়েটার ও আয়োজক বিবর্তন যশোরের নাট্য দল এই উৎসবে নাটক মঞ্চাস্থ করবে। এই নাট্যোৎসবে অংশ গ্রহন করছেন ভারতের বিপ্লব বন্দ্যোপাধ্যায়, চৈতী ঘোষাল, দেবশংকর হালদার, অঞ্জনা বসুসহ আরো অনেকে। এছাড়া বাংলাদেশের লিয়াকত আলী লাকী, নুনা আফরোজ, অনন্ত হীরা, রামিজ রাজু থাকবেন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক মঞ্চস্থ হবে যশোর শিল্পকলা একাডেমির মঞ্চে। শনিবার উদ্ধোধনী দিনে ঢাকার লোক নাট্য দলের বুদ্ধদেব বসু’র গল্প অবলম্বে নাটক ‘আমরা তিনজন’ মঞ্চস্থ হয়। এই নাটকে নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।
×