ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস ও ১৩৭ রানে জিতল ভারত

প্রকাশিত: ০৪:০৯, ১৩ অক্টোবর ২০১৯

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস ও ১৩৭ রানে জিতল ভারত

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট চারদিনেই জিতল ভারত। বিরাট কোহলির দল ইনিংস ও ১৩৭ রানে জিতে রীতিমতো চুরমার করল প্রোটিয়াদের। একইসঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজও ২-০ করে পকেটে পুরে ফেলল। রাঁচিতে সিরিজের শেষ টেস্ট ১৯ তারিখ থেকে। ফলো-অন করে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছিল প্রোটিয়ারা। চায়ের বিরতিতে ১৭২ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল সফরকারী দলের। শেষ পর্যন্ত ১৮৯ রানে দাঁড়ি পড়ল তাদের দ্বিতীয় ইনিংসে। উমেশ য়াদব ও রবীন্দ্র জাদেজা নিলেন তিন উইকেট। রবিচন্দ্রন অশ্বিন নিলেন দুই উইকেট। ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি নিলেন এক উইকেট। আজ রবিবার সকালে প্রথম ওভারেই সাফল্য পেয়েছিলেন ইশান্ত শর্মা। দ্বিতীয় বলেই এলবিডব্লিউ করেছিলেন এইডেন মারক্রামকে। পরে রিভিউ যদিও দেখাল বল উইকেটে লাগছিল না। পরপর আউট হয়েছিলেন থেউনিস দে ব্রুইন (৮), ফাফ দু’প্লেসি (৫), ডিন এলগার (৪৮)। এর মধ্যে উমেশ যাদবের বলে ব্রুইনকে অসাধারণ ক্যাচে ফেরালেন ঋদ্ধিমান সাহা। দু’প্লেসির ক্যাচও দারুণ ভাবে নিলেন তিনি। তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন এলগার। দু’প্লেসি ও এলগারের উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। মধ্যাহ্নভোজের বিরতিতে ৭৪ রানে চার উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। লাঞ্চের পরের দু’ঘণ্টার সেশনে তিন উইকেট হারায় প্রোটিয়ারা। রবীন্দ্র জাদেজাকে মারতে গিয়ে জঘন্য শটে বোল্ড হন কুইন্টন ডি’কক (৫)। জাডেজার বলেই প্রথম স্লিপে বাভুমার (৩৮) দুরন্ত ক্যাচ নেন অজিঙ্কা রাহানে। এরপর মুথুস্বামীকে (৯) ফেরান মোহাম্মদ শামি। দ্বিতীয় স্লিপে তাঁর ক্যাচ নেন রোহিত শর্মা। ১২৯ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেখান থেকে ফিলান্ডার (৩৭) ও কেশব মহারাজ (২২) অষ্টম উইকেটে ৫৬ রান যোগ প্রথম ইনিংসের মতোই লড়াই জারি রেখেছিলেন। ফিলান্ডার ও রাবাডাকে ফেরালেন উমেশ। আর জাদেজা নিলেন কেশব মহারাজকে। ১৮৯ রানে দাঁড়ি পড়ল দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ভারত প্রথম ইনিংস ৫ উইকেটে ৬০১ রানে ঘোষণা দেয়। এর পরে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ২৭৫ ও দ্বিতীয় ইনিংসে করে ১৮৯ রান। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। সূত্র : আনন্দাবাজার পত্রিকা
×