ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান লৌহজংয়ে ৪৮ জনের কারাদন্ড

প্রকাশিত: ০৮:৪৭, ১৪ অক্টোবর ২০১৯

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান লৌহজংয়ে ৪৮ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে পদ্মানদীতে মা ইলিশ শিকার ও কেনার অভিযোগে ৪৮ জন জেলে ও ক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লৌহজং উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মৎস্য অধিদপ্তর, মাওয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযান রবিবার দিবাগত রাত ১২ টা থেকে সোমবার ভোর ৫ টা পর্যন্ত চলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসময় পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে ৬৪ জন জেলে ও ক্রেতাকে আটক করা হয়। পরে জেলার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজুর রহমান ও ইলিয়াস শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের বিভিন্ন মেয়াদে জেল দেন। আটক ৬৪ জনের মধ্যে ৩৩ জনকে ২০ দিন, ১২ জনকে ১৭ দিন, ৩ জনকে ৩ দিন করে কারাদন্ড দেওয়া হয়। আটক বাকিদেরকে অপ্রাপ্ত বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী বিবেচনায় দন্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া আটক ৮ টি মাছ ধরার ট্রলার পানিতে ডুবিয়ে ও ১ লাখ মিটার কারেণ্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ৩০০ কেজি মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। উল্লেখ্য, আটকদের থানা থেকে ছাড়াতে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের স্বজনদের থানা মাঠে উপস্থিতি ছিল বেদনাদায়ক। সারাদিন অনাহার থেকে আটকদের জন্য তদবিরে ব্যস্ত ছিল।
×