ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ ইংরেজি;###;মোসলেহ্ উদ্দিন (শুভ)

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৯:২৪, ১৫ অক্টোবর ২০১৯

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

বিএ (অনার্স) এম এ (ইংরেজি) সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজ, কেরানীগঞ্জ প্রাক্তন প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। মোবাইলঃ ০১৮৫৩-১১১-৩০০ E-mail: [email protected] প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমরা আলোচনা করব Question no # 6, Transformation নিয়ে। বিগত Series এ আমি আলোচনা করেছিলাম Correct from of verbs নিয়ে।| Transformation G correct from of verbs এর ব্যবহার অত্যন্ত দক্ষতার সাথে করতে হবে নইলে বাক্যটি ভুল থেকে যাবার সম্ভাবনা থেকে যায়। বিশেষ করে complex Sentence এর দুই অংশে অনেক ক্ষেত্রে একই রকম Tense ব্যবহার করতে হবে। আমি ধারাবাহিকভাবে Transformation এর কিছু নিয়ম সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আশারাখি এ ঝবৎরবং টি তোমরা যত্নে সংরক্ষন করবে। কারন আমরা যখন Practice set গুলো দিব তখন solve করার জন্য নিয়ম গুলোতে আবার চোখ মেলাতে হতে পারে। সুতরাং শুরু করা যাক- বাক্যের অর্থ পরিবর্তন না করে অন্য বাক্য রুপান্তরিত করার নিয়মকে Transformation of Sentence বলে। Sentence এর নিম্নলিখিত রুপান্তরকে Transformation এর অন্তর্ভুক্ত করা হয়। যেমনঃ- 1. Affirmative to Negative. 2. Assertive to Interrogative. 3. Exclamatory to Assertive. 4. Simple, Complex ও Compound Sentence এর মধ্যে পরস্পর পরিবর্তন। 5. Positive, Comparative ও Superlative এর মধ্যে পরস্পর পরিবর্তন। 6. Active Voice কে Passive Voice এ Degree Degree of Adjectives- এর মাধ্যমে Sentence এর Transformation করা যায়। প্রথমে আমরা Degree সম্পর্কে একটু ধারনা নেই। Degree তিন প্রকার যথাঃ (i) Positive (ii) Comparative (iii) Suparlative (1) Positive Degree: কাহারো সাথে তুলনা করা বুঝায় না। Adjective এবং Possitive এর রুপ বসে। যেমনঃ He is a good boy. (2) Comparative Degree: দুইয়ের মধ্যে তুলনা বুঝায়। Adjective এর Comparative এর রুপ বসে। Adjective এর Comparative এর পরে Than ব্যবহার করতে হয়। যেমনঃ He is better than Anis. (3) Superlative Degree: দুইয়ের অধিকের সাথে তুলনা বুঝায়। Adjective এর Superlative এর রুপ বসে। Superlative এর রুপের পূর্বে The ব্যবহার করতে হয়। যেমনঃ He is better than Anis. (3) Superlative Degree এক ঝুষষধনষব (এক করে উচ্চারিত হয় এমন অফলবপঃরাব) বিশিষ্ট অফলবপঃরাব এর সাথে বৎ যোগ করে ঈড়সঢ়ধৎধঃরাব এবং বংঃ যোগ করে ঝঁঢ়বৎষধঃরাব করতে হয়। যেমনঃ He is the best boy in the class GK Syllable (GK K‡i D”PvwiZ nq Ggb Adjective) wewkó Adjective Gi mv‡_ er †hvM K‡i Comparative Ges est ‡hvM K‡i Superlative Ki‡Z nq| †hgbt Positive Comparative Superlative Small Smaller Smallest Tall Taller Tallest eû Syllable wewkó Adjective Gi More †hvM K‡i Comparative Ges Most †hvM K‡i Superlative Ki‡Z nq| †hgbt- Beautiful More beautiful Most beautiful Intelligent More intelligent Most intelligent e¨wZµg Positive Comparative Superlative Good Better Best Bad Worse Worst Little Less Least Much More Most
×