ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে দুই ইউনিয়নে বর্ধিতসভা পন্ড, আহত ৬

প্রকাশিত: ০৯:৪৪, ১৪ অক্টোবর ২০১৯

সীতাকুন্ডে দুই ইউনিয়নে বর্ধিতসভা পন্ড, আহত ৬

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ কেন্দ্র ঘোষিত সম্মেলন ও জেলা এবং উপজেলার সম্মেলনকে সামনে রেখে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের এক যোগে পর্ব নির্ধারিত তারিখ ছিল বিশেষ বর্ধিত সভার। এই মোতাবেক জেলার নেতারা ভাগ ভাগ করে প্রতিটি বর্ধিত সভায় অংশগ্রহণ করেন। পৌরসভাসহ সাতটি ইউনিয়নের বর্ধিত সভায় কোন রকম ঝামেলা ছাড়াই শেষ হলেও বাড়বকু- কমিটি নিয়ে দ্বন্দ্বে মূলতবি ও বারৈয়াঢালা পুরনো ওয়ার্ড কমিটি ও নতুন কমিটির দ্বন্দ্বে মিটিং চলাকালীন সময়ে পুরনো কমিটির লোকজন ইউনিয়ন সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজিসহ ৬ জনকে পিঠিয়ে গুরুতর আহত করে। সোমবার সন্ধ্যায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে ছৈাট দারোগারহাট এলাকার বর্ধিত সভাস্থলে এ হামলার ঘটনা ঘটে। সাধারণ সম্পাদক ছাড়া আহতরা হলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হান্নান ভুইয়া,সাধারণ সম্পাদক দিদারুল আলম,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর ভুইয়া,৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো.মানিক,৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ কাজল। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাউদ্দিন সাবেরি বলেন,‘পুরনো ওয়ার্ড কমিটির লোকজন বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজির উপর অতর্কিত হামলা চালায়। তবে আমরা চেয়েছিলাম উভয় পক্ষকে সাথে নিয়ে বর্ধিত সভা সফল করবো। কিন্তু অতর্কিত হামলার কারণে তা সম্ভব হয়ে উঠেনি। এরপর আমরা বর্ধিত সভার স্থল ত্যাগ করি।’ জানা যায়,পূর্ব নির্ধারিত অনুসারে প্রতিটি ইউনিয়নে মত বিশেষ বর্ধিত সভার দিনক্ষণ ঠিক বারৈয়াঢালা ইউনিয়নেরও। জেলা নেতার উপস্থিতিকে বর্ধিত সভাও শুরু হয়। শুরু কিছু সময় পর ওয়ার্ড আওয়ামীলীগের নতুন ও পুরনো কমিটি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি রুপ নেয়। এ সময় বাইরে থাকা লোকজন অতর্কিত বর্ধিত সভায় ডুকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ৬ জনকে পিঠিয়ে গুরুতর আহত করে। আহতবস্থায় তাদেরকে উদ্ধার সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজির অবস্থা আশংকাজক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান বলেন,‘উপজেলা আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়ার নেতৃত্বে কিছু যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বর্ধিত সভা চলাকালীন সময়ে জেলা নেতাদের উপস্থিতিতে সভায় হামলা চালায়। হামলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ৬ জন আওয়ামীলীগ নেতা গুরুতর আহত হয়েছে।’ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বর্ধিত সভার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সম্মেলন কমিটির সমন্বয়ক এড.ফখরুদ্দিন চৌধুরী বলেন,‘একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে শান্তিপূর্ন বর্ধিত সভা সম্পর্ন হয়েছে। তবে বাড়বকু- আহবায়ক কমিটি নিয়ে বির্তকের জেরে বর্ধিত সভা মুলতবি ঘোষনা করা হয়েছে এবং বারৈয়াঢালা পুরনো কমিটির দ্বন্দে¦ গন্ডপোল শুরু হলে আমরা সভা থেকে চলে আসি।’
×