ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে ৬ ডাকাত আটক, আহত ১

প্রকাশিত: ০৯:৪৫, ১৪ অক্টোবর ২০১৯

শেরপুরে ৬ ডাকাত আটক, আহত ১

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদীতে ডাকাতিকালে ৬ ডাকাতকে আটক করে পুলিশের হাতে দিয়েছে জনতা। রবিবার মধ্যরাতে উপজেলার তাতিহাটি আইডিয়াল স্কুলের পাশে শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের তাতিহাটি আইডিয়াল স্কুলের পাশে ব্রিজের ওপর ওই ঘটনা ঘটে। আটক ডাকাতরা হচ্ছে উপজেলার মামদামারী গ্রামের দুলাল মিয়ার ছেলে হানিফ (২৩), ইন্তাজ আলীর ছেলে বেলাল (২২), আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রশিদ (২২), উকিল মিয়ার ছেলে ফিরোজ (২১) নুর হোসেনের ছেলে দেলোয়ার (২০) ও ঝালোপাড়া গ্রামের রফিকুলের ছেলে হৃদয় (২০)। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে আটক ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে। একইদিন সকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, শ্রীবরদী উত্তর বাজারের সুরুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুরুজ আলী রবিবার দিবাগত রাত ১টার দিকে দোকান বন্ধ করে দোকানের বিক্রিত টাকা নিয়ে পাশের দোকানদার লাভলু মিয়ার সাথে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় তাতিহাটি আইডিয়াল স্কুলের পাশে শ্রীবরদী হতে ভায়াডাঙ্গা সড়কের ব্রিজের উপর পৌঁছলে ৬ ডাকাত তাদের আক্রমণ করে। ওই সময় ডাকাতরা তাদেরকে মারপিট করে সুরুজ আলীর কাছে থাকা ৫ লক্ষাধিক টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে সুরুজ আলী মোবাইল ফোনে বিষয়টি আশেপাশের লোকজনকে খবর দিলে এলাকাবাসী চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। ওইসময় ডাকাতের ছুরিকাঘাতে আটাকান্দা গ্রামের হাছেন আলীর ছেলে ফকির আলী (২৫) গুরুতর আহত হয়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ধানক্ষেত থেকে ৩ জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে অপর ৩ জনকে আটক করে। ওইসময় রক্তমাখা একটি ছুরি ও কিছু টাকাসহ ব্যাগটি উদ্ধার করা হয়। পরে আহত ফকির আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ আলম বলেন, ডাকাতির খবর পেয়ে আমি এলাকাবাসীদের নিয়ে ৩ ডাকাত আটক করি। ওইসময় ডাকাতের ছুরিকাঘাতে ফকির আলী গুরুতর আহত হয়। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
×