ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে চীনা প্রকৌশলী মারা গেছেন

প্রকাশিত: ০২:৪১, ১৫ অক্টোবর ২০১৯

পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে চীনা প্রকৌশলী মারা গেছেন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে সোমরার দিবাগত রাতে চীনা প্রকৌশলী ওয়াং বিন (৫৪) মারা গেছেন। চিকিৎসকের প্রাথমিক ধারনা, তিনি হৃদরোগে আক্রান্ত্র হয়ে মারা গেছেন। ওয়াং বিনের বাড়ি চীনের জিয়াংসু প্রদেশের সানজি এলাকায়। বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানির (বিসিপিসিএল) কর্মকর্তা মো.শহীদ উল্যাহ ভুঁইয়া বলেন, ওয়াং বিন দিনভর কাজ করেছেন, এরপর থাকার ছাউনিতে ফিরে যান। সন্ধ্যা সাতটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। কলাপাড়া উপজেলা হাসপালের কর্তব্যরত চিকিৎসক জেএইচ খান লেলিন তাকে দেখে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি (বিসিপিসিএল) কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কলাপাড়া থানা পুলিশ লাশ তাদের কাছে হস্তান্তর করেন। মৃত প্রকৌশলী তাপ বিদ্যুত কেন্দ্রের ডি সালফারাইজেশন ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের সিইসিসি এর অধীণ কর্মরত ছিলেন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে ধারনা করা হচ্ছে।
×